এই মুহূর্তে খেলাধুলা

করোনা পরবর্তী সময়ে ক্রিকেট মাঠে সুরক্ষায় একাধিক পরিকল্পনা আইসিসির।

 

স্পোর্টস ডেস্ক,২৩ মে:- ফুটবলের মতো করোনা পরবর্তী সময়ে ক্রিকেটেও আসতে চলেছে একাধিক নয়া নিয়ম। করোনার পর মাঠে ক্রিকেটে ফিরলে এখন থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে মনে করছে আইসিসি। সে কারণেই প্রত্যেকটি দেশের ক্রিকেট বোর্ডকে আইসিসি একজন চিফ মেডিক্যাল অফিসার রাখার কথা বলেছে। করোনা পরবর্তী সময়ে কোনও ক্রিকেট সিরিজ শুরু হলে ম্যাচের আগে ক্রিকেটার সহ গোটা দলের ১৪ দিনের আইসোলেশনের পরামর্শ দিয়েছে আইসিসি। এই আইসোলশনে পিরিয়ডে নিয়মিত ভাবে শরীরের তাপমাত্রা মাপা এবং কোভিড-১৯ পরীক্ষা করার পরামর্শও দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

There is no slider selected or the slider was deleted.

ক্রিকেটারদের পাশাপাশি করোনা পরবর্তী সময় মাঠের আম্পায়ারদের নিয়েও ভাবছে আইসিসি। ম্যাচে বারবার বল ধরতে হয় বলেই এবার থেকে করোনা পরবর্তী ক্রিকেটে আম্পায়ারদের জীবন সুরক্ষার জন্য গ্লাভসের ব্যবহার নিয়মে পরিণত করার প্রস্তাব আইসিসির। আম্পায়ারকে সর্বক্ষণ গ্লাভস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই আম্পায়ররা সিনিয়র হয়ে থাকেন। কারুর বয়স ৪০ প্লাস, কেউ বা ৫৫ উর্ধ্ব। মাঠে ক্রিকেট চলাকালীন খেলার মধ্যে আম্পায়ারদের বল ধরতে হয়। বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে দু’দিক থেকে দু’টি বল ব্যবহার করা হয় বলে প্রতি ওভার শেষে বোলাররা বলটি আম্পায়ারের হাতে তুলে দেন। এছাড়া ব্যাটসম্যান আউট হলেও বলটি আম্পায়ারদের ফেরত দিতে হয়। অন্য দিকে ঐ সময় ক্রিকেটাররা আউটের সেলিব্রেশন সারেন। ফের ম্যাচ শুরুর মুহূর্তে আম্পায়ার দলের ক্রিকেটারদের হাতে বল ছুঁড়ে দেন। তাই আম্পায়ারদের নিরাপত্তার বিষয়টিতে জোর দিতেই এই ভাবনা আইসিসির।