এই মুহূর্তে খেলাধুলা

দল গোছানো অব্যাহত ইস্টবেঙ্গলের, আইএসএলে খেলার সম্ভাবনা তলানিতে।

 

স্পোর্টস ডেস্ক,১৯ মে:- দল গঠনের তালিকা যেন শেষই হচ্ছে না ইস্টবেঙ্গলের। প্রায় প্রতিদিনই কোনও না কোন খেলোয়াড়কে চুক্তি করিয়ে নিচ্ছে লাল-হলুদ। সোমবার আরও পাঁচ ফুটবলারের সঙ্গে চুক্তি করল ইস্টবেঙ্গল। তারা তুলে নিল সিকে ভিনিথ, রিনো অ্যান্টো, প্রীতম সিং, ভিকাস সাইনি ও অনিল চাভানকে। সিকে ভিনিথ গত মরশুমে জামসেদপুর এফসি হয়ে ১০ টি ম্যাচ খেলেছেন। এই প্রথম লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলবেন তিনি। রিনো অ্যান্টো। তিনি গত মরশুমে বেঙ্গালুরু এফসির হয়ে হাতে গোনা ম্যাচ খেলেছেন।  প্রীতম সিং। লেফট ব্যাক পজিশনে খেলেন। কেরালা ব্লাস্টার্সের হয়ে একটি ম্যাচেও খেলেননি তিনি।  ভিকাশ সাইনি। মূলত ডিফেন্ডার। দ্বিতীয় ডিভিশন লিগে মহামেডানের হয়ে ৩ টে ম্যাচ খেলেছেন তিনি। অনিল চাভান তিনিও ডিফেন্ডার। এটিকে রিজার্ভ টিমের হয়ে দ্বিতীয় ডিভিশন লিগে ৮ টি ম্যাচ খেলেছেন অনিল।

There is no slider selected or the slider was deleted.

অন্যদিকে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা আইএসএল খেলা নিয়ে লুকোছাপা করেই চলেছেন। তবে এতদিন জল্পনা চললেও ইস্টবেঙ্গলের ISL-এ খেলার সম্ভাবনা এখন তলানিতে এসে পৌঁছেছে । ফেডারেশনের আইলিগের বৈঠকে ইস্টবেঙ্গলের যোগদান, FSDL-এর বৈঠকে ISL-এ দল না বাড়ানো সেইদিকেই ইঙ্গিত দিচ্ছে । সম্ভাবনা যে নেই তা লাল-হলুদের সভাপতি প্রণব দাশগুপ্তর কথায় বেশ স্পষ্ট । প্রেসিডেন্ট ড. প্রণব দাশগুপ্ত জানিয়েছেন, কোরোনা ভাইরাসের পরিস্থিতি সৃষ্টি না হলে তারা ISL-এ খেলার বিষয়টি নিশ্চিত করে ফেলতেন । তিনি বলেছেন, “একাধিক এজেন্টের সঙ্গে ক্লাবের কথা হয়েছে । তারাও ইস্টবেঙ্গলের বিষয়ে উৎসাহী । বহুজাতিক সংস্থার সঙ্গে কথাও বলা হয়েছে । অংশীদারিত্ব নিয়ে আলোচনা হলেও তা পূর্ণতার দোরগোড়ায় দাঁড়িয়ে । কোরোনা পরবর্তী সময়ে বাণিজ্যিক বাজার বা সমাজের সর্বস্তরের অবস্থা কী দাঁড়াবে তা কেউ জানে না । এই অবস্থায় আমাদের ক্লাবে বিনিয়োগের বিষয়টি অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করছে ।” একইসঙ্গে তিনি যোগ করেছেন, “ইস্টবেঙ্গল ISL খেলবে । তবে তা নিজেদের জোগাড় করা স্পনসর কিংবা ইনভেস্টরে ভর দিয়ে ।”

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.