এই মুহূর্তে খেলাধুলা

ফুটবল মাঠে ফের গোল সেলিব্রশেনে চুমু, বিতর্কে ফুটবলার।


 

স্পোর্টস ডেস্ক,১৮ মে:- করোনা আবহে দীর্ঘদিন খেলা বন্ধ থাকার পর বিশ্বে ফুটবল ফিরেই তৈরী হল বিতর্ক। ইউরোপের বুন্দেসলিগা শুরুর অন্যতম শর্তই ছিল সামাজিক দূরত্ব মানতে হবে। গোল সেলিব্রেশেনে একে অপরকে জড়িয়ে ধরা চলবে না। অর্থাৎ মাঠে কোনও ধরনের উদযাপন হবে না। অথচ খেলা শুরুর পরেই চুমু বিতর্কে জড়াল ফুটবল। এবার গোল উদযাপনে চুমু খাওয়ার ঘটনা প্রকাশ্যে আশায় বিধিনিষেধ কতটা মানা হচ্ছে সেই নিয়ে উঠে গেল প্রশ্ন! জার্মানিতে ফুটবল মাঠে গোল করে সামাজিক দূরত্বের কথা বেমালুল ভুলে গেলেন ফুটবলার। শনিবার বুন্দেসলিগায় হফেনহেইমের বিরুদ্ধে গোলের পর হার্থারের এক ডিফেন্ডারের সেলিব্রেশন করতে গিয়ে সতীর্থ ফুটবলারকে চুমু খেয়ে বসেন। এতেই বিতর্কের উৎপত্তি। হার্থার ডিফেন্ডার ডেড্রিক বোয়াতা সতীর্থ মার্কো গ্রুজিচের কপালে চুমু খেয়ে বসেন। যদিও করোনা আতঙ্কে সামাজিক দূরত্ব ভুলে গোল সেলিব্রশেন চুমু খাওয়ায় ফুটবলারের কোনও শাস্তি হচ্ছে হবে না বলেই জার্মান ফুটবল সংস্থা জানিয়েছে। হার্থারের ঐ ডিফেন্ডার ডেড্রিক বোয়াতা অবশ্য বিষয়টি একেবারেই হাল্কাভাবে নিয়েছেন। তিনি বলেন, ‘ক্লাবের ফুটবলারদের ৬ বার করোনা টেস্ট করা হয়েছে। প্রত্যেকবারই রিপোর্ট নেগেটিভ। তারপর এত ভয় পাওয়ার কিছু নেই বলে মনে হয়। গোলের পর সেলিব্রেশন না করার বিষয়টা আবেগের বসে ভুলে যাই। বললেই আবেগকে বিসর্জন দেওয়া যায় নাকি? সেলিব্রেশন বিসর্জনের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে !’

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.