এই মুহূর্তে জেলা

কোভিড জয় করে আজ থেকেই হাসপাতালে নার্সের ডিউটিতে যোগ দিলেন ঝুমা। সহকর্মীদের উষ্ণ অভ্যর্থনা।

 

হাওড়া,১৮ মে:- করোনামুক্ত হয়ে ফের নার্সের ডিউটিতে যোগ দিলেন ঝুমা। হাওড়ার বালির বাসিন্দা ঝুমাদেবী কোভিড আক্রান্ত হয়ে গত ১২ এপ্রিল এম আর বাঙুর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসার পর ২৭ তারিখ তাঁকে বাড়ি ছাড়া হয়। এরপর থেকে তিনি ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে ছিলেন। আজ সোমবার তিনি হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালে ডিউটিতে যোগ দিলেন। তাঁকে হাসপাতালের সুপার, চিকিৎসক, নার্স, স্টাফ সহ সকল সহকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান। ঝুমা বলেন, “আজকে ফের ডিউটিতে যোগ দিয়ে খুবই ভালো লাগছে। আবার রোগিদের সেবা করতে পারব ভেবে ভালো লাগছে। কোভিড পজিটিভ হওয়ার পর পরিবারের জন্য খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। হতাশ হয়ে পড়েছিলাম। আমি প্রভু যীশুর উপর ভরসা রেখেছিলাম। আমার পরিবারের কেউ আক্রান্ত হয়নি। আজকে এইভাবে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে আমি আশা করিনি। সকলকে খুব ধন্যবাদ জানাচ্ছি।” এদিকে, সত্যবালা আইডি হাসপাতালের সুপার বলেন, “ঝুমা সুস্থ হয়ে আজ থেকে কাজে যোগ দিল ভালো লাগছে। কোভিড নাইন্টিন নিয়ে আমাদের মনে যে শঙ্কা রয়েছে, সেই শঙ্কা কাটিয়ে ঝুমা সুস্থ হয়ে ফের যে মনের জোরে কাজে যোগ দিয়েছে সেটা খুব ভালো লাগছে। কোভিড আক্রান্তরা বেশিরভাগই সুস্থ হয়ে ওঠেন। খুব কম সংখ্যকের ক্ষেত্রেই সেটি মারাত্মক অবস্থায় গিয়ে পৌঁছায়। এইজন্য এই রোগে শঙ্কিত না হয়ে থেকে সুস্থ হয়ে নিজের কাজে ফিরে স্বাভাবিকভাবে সুস্থ জীবনযাপন করতে পারাটাই উচিত। আমাদের কর্মক্ষেত্রে আমরা যেমন তাকে স্বাগত জানালাম তেমনই যেখানে তিনি থাকেন সেখানকার সেই সামাজিক পরিবেশ ফিরে পাওয়াও তাঁর কাম্য। তবেই তিনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। ওর একবার রোগ হয়েছিল বলে ওকে এড়িয়ে চলতে হবে এমন ভাবা কারও উচিত নয়। ও একজন সাধারণ মানুষ। আজ থেকেই ঝুমা ডিউটিতে যোগ দিয়েছে। আমরা ওকে প্রত্যেকে স্বাগত জানিয়েছি।”

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.