হাওড়া,১১ মে:- অবশেষে মঙ্গলবার থেকে আংশিক রেল পরিষেবা শুরু হচ্ছে৷ দিল্লি থেকে দেশের গুরুত্বপূর্ণ ১৫টি শহরের মধ্যে এই ট্রেন চালাবে রেল৷ ইতিমধ্যেই রেল মন্ত্রক জানিয়ে দিয়েছে, এই ট্রেনগুলির টিকিট শুধুমাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেই কাটা যাবে। আপাতত নয়াদিল্লি থেকে ১৫ জোড়া ট্রেন চলবে। নয়াদিল্লি থেকে ট্রেন চলবে হাওড়া, পাটনা, রাঁচি, আগরতলা, ভুবনেশ্বর, চেন্নাই, ডিব্রুগড়, মুম্বই সেন্ট্রাল, বেঙ্গালুরু, আহমেদাবাদ সহ আরও কয়েকটি প্রধান শহরে। হাওড়া স্টেশনেও আজ থেকেই ট্রেন আসার আগের প্রস্তুতি চলছে। সাফাই করা হচ্ছে প্ল্যাটফর্ম চত্বর। টানা প্রায় ৬ সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে ধাপে ধাপে যাত্রিবাহী ট্রেন চালু করছে রেল মন্ত্রক। এর আগে আজ সোমবার হাওড়া স্টেশনে ঘুরে যান আইজি। তিনি স্টেশনের নিরাপত্তার বিষয় নিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলেন।