এই মুহূর্তে খেলাধুলা

লা লিগা-বুন্দেশলিগা ঘিরে সংশয়,করোনা পজিটিভ ৭ ফুটবলারের।

 

স্পোর্টস ডেস্ক,১১ মে:-  লা লিগার প্রস্তুতির শুরুতেই ফের করোনার ধাক্কা। নতুন করে লা লিগার পাঁচ জন ও জার্মান বুন্দেশলিগার দুই ফুটবলারের শরীরে পাওয়া গেল মারণ ভাইরাসের উপস্থিতি। প্রশ্ন উঠতে শুরু করে দিল এই দুই লিগের ভবিষ্যৎ নিয়ে। পাশাপাশি সোমবারই ইপিএলের ক্লাবগুলি আলোচনায় বসছে ইংল্যান্ডে নতুন করে ফুটবল শুরুর সম্ভাবনা নিয়ে। এমন একটা অবস্থাতেই জানা গেল, ব্রাইটনের এক ফুটবলার মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৬ মে থেকে শুরু হওয়ার কথা জার্মান বুন্দেশলিগা। লা লিগা শুরু করার পরিকল্পনা রয়েছে জুন মাসের মাঝামাঝি থেকে। শনিবারই ভিডিয়ো কনফারেন্সে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন লা লিগা কর্তৃপক্ষ। পাঁচ ফুটবলার পরিবর্তনের নিয়ম চালু করার পাশাপাশি ঠিক হয়েছে, ম্যাচ শুরুর আগে ফুটবলারেরা একে অপরের হাত ধরে মাঠে নামতে পারবেন না। মাঠে কেউ থুতু ফেললে হলুদ কার্ড দেখবেন। হাফটাইমের পরে নতুন জার্সি পরে মাঠে নামতে হবে। খেলা হবে ফাঁকা স্টেডিয়ামে। ম্যাচের পরে সাংবাদিক বৈঠক হবে ভিডিয়ো কলের মাধ্যমে। এই বৈঠকের চব্বিশ ঘণ্টার মধ্যেই প্রশ্ন উঠে গেল লা লিগার ভবিষ্যৎ নিয়ে। উল্লেখ্য ইতিমধ্যেই লা লিগের জন্য অনুশীলন শুরু করে দিয়েছিল বিভিন্ন ক্লাবের ফুটবলাররা। কিন্তু নতুন করে কয়েকজন ফুটবলারের শরীরে করোনার জীবাণু মেলায় লিগের ভবিষ্যত নিয়ে তৈরী হল অনিশ্চয়তা। পরবর্তী পরীক্ষা না হওয়া পর্যন্ত করোনা আক্রান্ত পাঁচ ফুটবলারকে নিজেদের বাড়িতেই থাকতে বলা হয়েছে। তবে তাঁরা একা একা অনুশীলন করতে পারবেন। আক্রান্তদের তিন জন প্রথম ডিভিশনে খেলেন। বাকি দু’জন দ্বিতীয় ডিভিশনের ফুটবলার। যদিও এই পরিস্থিতিতেও লিগ শুরু করার বিষয়ে আত্মবিশ্বাসী লা লিগা কর্তৃপক্ষ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.