হাওড়া,১০ মে:- দেশজুড়ে লকডাউনের জেরে হায়দ্রাবাদে অসহায় অবস্থায় আটকে ছিলেন স্ত্রী, সন্তান সহ মালদহের শ্রমিকরা। এদের আর্থিক পরিস্থিতি ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হতে থাকায় এরা শেষমেশ পায়ে হেঁটেই মালদহে ফেরার সিদ্ধান্ত নেন। হেঁটে তেলেঙ্গানা পর্যন্ত এসে তাঁরা পুলিশের সহায়তায় একটি বাস ভাড়া করে চলে আসেন বাংলার সীমান্তে। সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে এরা চলে আসেন ডোমজুড়ের নিবড়া পর্যন্ত। ক্লান্ত শ্রান্ত মানুষগুলির অসহনীয় পরিস্থিতির কথা জানতে পেরে তৎপরতার সাথে তাদের খাবার ও পানীয় জলের আয়োজন সহ ঘরে ফেরার ব্যাবস্থা করে দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদের আত্মীয় পরিজন ও পরিবারবর্গের মুখে হাসি ফিরিয়ে দেন তিনি।








