হুগলি,১০ মে:- সোজাসাপটার খবরের জের। মা ও সদ্যোজাতকে সুস্থ রাখার, সুরক্ষিত রাখার সর্বোপরি জীবিত রাখার লড়াই শুরু করলো আরএসএস ও বিজেপি। শনিবার শেওড়াফুলি স্টেশনে সদ্যোজাত জন্মানোর খবর প্রকাশ করে সোজাসাপটা। এই সংবাদ শোনা মাত্রই শেওরাফুলি নগরের RSS এর স্বয়মসেবক দের মন বিচলিত হয়ে পড়ে, তারা কিভাবে এই মহিলাকে সাহায্য করতে পারে সেই নিয়েই গভীর রাতেই পরিকল্পনা করে ফেলে এবং সেই মতো আজ শেওরাফুলির RSS এর স্বয়মসেবক এবং বর্তমানে বিজেপি মন্ডল সভাপতি স্নেহাংশু মাহান্ত, সাধারণ সম্পাদক কার্তিক গুপ্তা, তারাপদ দাস, রবিন পাল, পলাশ নন্দী, অম্লান দত্ত প্রমুখ কার্যকর্তারা স্টেশন এ গিয়ে ওই মহিলার সাথে দেখা করে তাকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, দুধ, বাচ্চার কিছু নতুন জামা ইত্যাদি দিয়ে আসে এবং তাকে সচেতন করে আসে আগামী দিনে আর বাচ্চা না নেওয়ার জন্য এবং বাচ্চাদের ভরণপোষণে সাহায্যের প্রতিশ্রুতিও তারা দিয়ে আসে। প্রয়োজনে ডাক্তার দেখানোর ও প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তারা। এর পর RPF ও GRP এর সাথে দেখা করে বিজেপি এর এই প্রতিনিধিরা এবং মা ও বাচ্চার দেখাশোনা যাতে হয় সেই বিষয়ে RAIL AUTHORITY কেও অনুরোধ করে আসে। এই ভাবে শেওরাফুলি RSS ও বিজেপি এর কার্যকর্তারা মানবতার এক অনন্য উদাহরণ স্থাপন করলো।।