এই মুহূর্তে খেলাধুলা

অজিদের বিরুদ্ধে খেলতে গিয়ে কোয়ারান্টাইনে থাকতে পারেন বিরাটরা !

 

স্পোর্টস ডেস্ক ৯,মে:- এ বছর অক্টোবরে ব্র্যাডম্যানের দেশে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু করার কথা টিম ইন্ডিয়ার। ডিসেম্বরে রয়েছে টেস্ট সিরিজ। কিন্তু নির্ধারিত সূচিতে আদৌ খেলা যাবে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ সেই করোনা মহামারি। ততদিনেও পরিস্থিতি স্বাভাবিক হবে নাকি, সেই সময়ও কোহলিদের বিদেশ সফরের উপর বিধিনিষেধ জারি থাকবে, সে উত্তর এখনও অজানা। স্বাভাবিকভাবেই যতদিন যাচ্ছে, বাইশ গজে ফেরার জন্য যেন ছটফট করছেন তারকারা। তাই তো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) মনে প্রাণে চায়, চলতি বছর ভারত-অস্ট্রেলিয়া সিরিজ হোক নির্ধারিত সূচিতেই। প্রয়োজনে  অস্ট্রেলিয়া সফরে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন বিরাট কোহলিরা।

There is no slider selected or the slider was deleted.

বিসিসিআই এই সিরিজের জন্য মরিয়া। তেমন হলে ক্রিকেটারদের আইসোলেশনে রাখতেও রাজি বোর্ড। একটি অজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমল বলেনেছন, “ক্রিকেটকে ফেরানোটাই মূল লক্ষ্য। কোয়ারেন্টাইনে থাকা ছাড়া তো অন্য কোনও উপায় নেই। দু’টো সপ্তাহ এমন কিছু দীর্ঘ লকডাউন নয়। এতদিন গৃহবন্দি থাকার পর অন্য একটা দেশে গিয়ে দুটো সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকা যে কোনও ক্রীড়াবিদের জন্যই ভাল হবে। পরিস্থিতি বুঝেই সবটা ঠিক করা হবে।” সম্প্রতি অজি অধিনায়ক টিম পেইন ক্রিকেটের অনিশ্চয়তা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে সিরিজ না হলে বিরাট ক্ষতির মুখে পড়বে অজি ক্রিকেট বোর্ড। একমাত্র টিম ইন্ডিয়াই পারে অস্ট্রেলিয়াকে এই আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.