এই মুহূর্তে জেলা

দিনহাটায় ৭ মাসের শিশু কন্যাকে খুন করল মদপ্য বাবা, গণধোলাইয়ে মৃত্যু বাবারও।

 

 কোচবিহার,৮ মে:- মদপ্য অবস্থায় নিজের ৭ মাসের কন্যা সন্তানকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল বাবা। শুক্রবার সকালে ওই ঘটনা ঘটেছে দিনহাটার বড়নাচিনা ঘাটপাড় এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সেখানে ছুটে যায়। পরে এলাকার বাসিন্দারা সেখানে গেলে তাঁদের উপড়েও চড়াও হয় ওই মদপ্য ব্যক্তি। পরে বাসিন্দাদের একাংশের গণধোলাই দিতে শুরু করে। পরে তাঁকে পুলিশ এসে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করে সেখান মৃত্যু হয় অভিযুক্ত ওই মদপ্য ব্যক্তি। পরে গুরুতর আহত অবস্থায় হাসাপাতলে চিকিৎসাধীন রয়েছেন ওই শিশুর মা। দিনহাটা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাট পাড় এলাকার বাসিন্দা কৃষ্ণ বর্মণ মদপ্য অবস্থায় এসে তাঁর ৫ মাসের শিশু কন্যার উপরে চড়াও হয়। প্রথমে বাঁধা দিতে গেলে তাঁর স্ত্রীকেও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে কৃষ্ণ। এরপরেই এলাকার বাসিন্দারা ছুটে এসে কৃষ্ণ বর্মণকে আটকানোর চেষ্টা করে। কিন্তু ধারাল অস্ত্র নিয়ে প্রতিবেশীদের উপরেও চড়াও হয় কৃষ্ণ।পরে ক্ষুব্ধ জনতা গণ ধোলাই দেয়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ওই এলাকায় ছুটে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৭ মাসের শিশু কন্যা আগেই মারা গিয়েছে। কৃষ্ণ বর্মণের হাসপাতালের আনার পরে মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.