হাওড়া,৪ মে:- করোনা পরিস্থিতিতে কনটেইনমেন্ট এলাকায় সোয়াব টেস্ট শুরু হয়েছে হাওড়াতেও। হাওড়ার বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যেই কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এরমধ্যে অন্যতম গোলাবাড়ি থানা এলাকার সনাতন মিস্ত্রি লেন। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সেখানে প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইমতো গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দল ওই এলাকায় যায়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সেখানে ওই এলাকার বাসিন্দাদের থার্মাল স্ক্রিনিং করা হয় এবং সোয়াব স্যাম্পেল সংগ্রহ করা হয়। এর পাশাপাশি ওই এলাকা জীবানুমুক্ত করার কাজও হয়েছে বলেও জানা গেছে। ছোট রাস্তা জীবানুমুক্ত করার জন্য হস্তচালিত মেশিন ব্যবহার করে জীবানুমুক্তকরনের কাজ হয়েছে। এদিন করোনা সন্দেহে ওই এলাকার মোট ১০০ জনের সোয়াব নমুনা সংগ্রহ করা সম্ভব হয়। জেলা স্বাস্থ্য দপ্তর ছাড়াও হাওড়া পুরনিগমের স্বাস্থ্য দপ্তর, গোলাবাড়ি থানা সহ একাধিক বিভাগ এই কাজে সহায়তা করেছে বলে জানান হয়েছে। এই দলের সকলেই পিপিই, মাস্ক, গ্লাভস সহ সম্পূর্ণ সুরক্ষাবিধি মেনে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করেন। এই কাজে এলাকার বাসিন্দারা সম্পূর্ণভাবে সহায়তা করেছেন বলেও জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।