এই মুহূর্তে জেলা

করোনা মোকাবিলায় নিজেদের ভাঁড়ার ভেঙে ৮৩ হাজার টাকা দান বৈদ্যবাটির সাফাই কর্মীদের।


তরুণ মুখোপাধ্যায়,২৭ এপ্রিল:- একদিকে তারা যখন করোনার মতন ভয়াল সংক্রমণের হাত থেকে পুরবাসীকে রক্ষা করতে প্রানের মায়া ত্যাগ করে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন অন্যদিকে তাদের যে একটা মানবিক মন আছে তার ও প্রমান দিলেন এইসব সাফাই কর্মীরা। এদের অধিকাংশই অস্থায়ী এবং দৈনিক মজুরি তে চাকরি করেন। কিন্তু এই যে মহামারী শুরু হয়েছে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের পাশে এগিয়ে এসেছেন রাজ্যবাসীকে কিভাবে সুস্থ রাখা যায় তার জন্য চেষ্টা করে চলেছে এবং গরিব মানুষদের যথাসাধ্য সাহায্য করছেন সেই কাজে অনুপ্রাণিত হয়ে শেওড়াফুলি বৈদ্যবাটি পুরসভার সাফাই কর্মীরা তাদের নিজেদের কষ্টার্জিত উপায় থেকে 83 হাজার টাকা তুলে দিলেন পৌরসভার পুরপ্রধান অরিন্দম গুঁইন এর হাতে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। এ ব্যাপারে বলতে গিয়ে সাফাই কর্মীদের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক জানালেন যে আমাদের দেশজুড়ে যে করোনার মহামারী চলছে তাতে উদ্বিগ্ন রাজ্য বাসী। এই সময় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সবাই এই লড়াইয়ে সামিল হয়েছেন। বিশেষ করে চিকিৎসক স্বাস্থ কর্মী সাফাই কর্মীদের কাজ এই বিপদের দিনে সকলকে অনুপ্রেরণা যোগাচ্ছে। তারই মাঝে রাজ্যবাসীর পাশে ক্ষুদ্র সাহায্যের হাত বাড়ালেন শেওড়াফুলি বৈদ্যবাটি পুরসভার সাফাই বিভাগের কর্মীরা। এ কাজে তাদের সর্বত্র ভাবে সাহায্য করেছেন পুর সভার সাফাই বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ (ভাই)। তিনি সাফাই কর্মীদের পাশে থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য ৮৩ হাজার টাকা সংগ্রহ করেন। যা আজ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হলো।পুরসভার এই সাধারণ সাফাই কর্মীদের মহৎ কাজে গর্বিত পুরসভা থেকে এলাকার নাগরিকরা ।পুরোবাসীদের বক্তব্য আমরা যদি সবাই এই বিপদের দিনে একে অপরের পাশে দাঁড়াতে পারি তবে এই মহামারীর বিরুদ্ধে জয় আমাদের হবেই।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.