এই মুহূর্তে জেলা

হাওড়াতেও বৃষ্টি। কালবৈশাখী ঝড়ে দুর্ঘটনা হাওড়ায়।

 

হাওড়া,২১ এপ্রিল:- কালবৈশাখীর বৃষ্টি হল হাওড়াতেও। সোমবার রাত থেকেই শহরে প্রবল ঝোড়ো হাওয়া এবং তারসঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার ভোরেও একই পরিস্থিতি ছিল। সকালেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। সঙ্গে ছিল প্রবল দমকা হাওয়া। আকাশও মেঘলা রয়েছে সকাল থেকেই। ভ্যাপসা গরমের হাত থেকে কিছুটা রেহাই মেলে। এদিকে, কালবৈশাখী ঝড়ে বালির গোস্বামীপাড়ায় দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে বাড়ির বাসিন্দাদের উদ্ধার করেন। এখন দেশজুড়ে চলছে লকডাউন। এমনিতেই ঘরবন্দি মানুষ। তারমধ্যেই সোমবার রাতের কালবৈশাখী ঝড়ে হাওড়ার বালিতে দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে আটকে পড়েন ৬ জন। বালি গোস্বামীপাড়ার এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে বালি দমকল কেন্দ্র থেকে ১টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন। অন্যদিকে, সোমবার রাতের কালবৈশাখী ঝড়ে হাওড়ায় শিবপুর শ্মশানঘাটের বৈদ্যুতিক চুল্লির চিমনি ভেঙে পড়ে। পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র জানান, ওই চিমনি সারানোর কাজ চলছে। আজ রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.