এই মুহূর্তে জেলা

নতুনবর্ষের ক্যালেন্ডার ছাড়াও মিস্টি তুলে দেওয়া হয় চাকদা তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে।

নদীয়া,১৪ এপ্রিল:- আজ পহেলা বৈশাখ।বাংলা কালেন্ডারের প্রথম দিন।বাঙালীর কাছে এই দিনটা বিশেষভাবে তাৎপর্জপুর্ন।আর এই দিনটাকে ম্লান করে দিলো করোনার লক ডাউন।তাই অনেকে এদিন অর্থাৎ মঙলবার মংগল কামনায় বেড়িয়ে পড়েন অনেকে।চাকদা ব্যবসায়ীবৃন্দের পরিচালনায় বাংলা নতুন বছরে পথ চলতি মানুষজনকে করোনা ভাইরাস নিয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।পাশাপাশি এদিন মানুষজনকে মুখের মাস্ক ও নতুন বর্ষের ক্যালেন্ডার ছাড়াও মিস্টি তুলে দেওয়া হয় চাকদা তৃনমুল কংগ্রেসের ব্যবসায়ী মহলের পক্ষ্য থেকে।তাদের একটাই ক্যালেন্ডারে কামনা সারা পৃথিবী সুস্থ এবং স্বাভাবিক জীবন যাত্রায় ফিরুক।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.