হুগলি,১৪ এপ্রিল:- ত্রাস সৃষ্টিকারী করোনার ভয়াল থাবায় থরো হরি কম্প সারা বিশ্ব জুড়ে।এর থেকে রেহাই পায়নি আমাদের দেশ ও রাজ্য।দেশ লকডাউনের আওতায় আছে।এর ফলে আমাদের সমাজে যে সমস্ত গরিব মানুষ আছেন তারা পড়েছেন মহাসঙ্কটে।ঠিক মতো দুবেলা খেতে পযন্ত পারছেন না।এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ব্যক্তিগত উদ্যোগে মানুষদের পাশে দাঁড়ানো চেষ্টা চালিয়ে যাচ্ছেন পিন্টু চক্রবর্তী। আজ সকালে নিজের গ্যাস ডিস্ট্রিবিউটর সেন্টার থেকে বেশ কিছু গরিব মানুষদের মধ্য চাল,ডাল,নুন,মসলা খাদ্য বিতরণ করলেন পিন্টু বাবু এছাড়াও মাক্স ও স্যানিটাইজার দেওয়া হয়।এ ব্যাপারে বলতে গিয়ে কোন্নগর কানায়পুরের গ্যাস ডিস্ট্রিবিউটরের মালিক পিন্টু বাবু বলেন আমারা সারা বছরই নানা ধরনের সমাজসেবা মূলক কাজ করে থাকি। এখন তো শুরু হয়েছে বিশ্বব্যাপী করোনার প্রকোপ। ত্রই বিপর্যয়ের হাত থেকে যাতে গরিব মানুষদের সামান্যতম রিলিফ দেওয়া যায় তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আজকে আমরা প্রায় সকালে চারশো ও বিকেলে দুশো মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। আমরা মনে করি এই সময় আমাদের দেশের সমস্ত মানুষকে এক হয়ে লড়তে হবে যদি আমরা তা করতে পারি তবেই ভয়ংকর এই ব্যাধি থেকে আমরা মুক্তি পাব।পিন্টু বাবু আরো বলেন কেউ যদি না খেয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন।আমি খাবারের ব্যাবস্থা করে দেবো।