সুদীপ দাস,১৪ এপ্রিল:- সমগ্র বিশ্বের পাশাপাশি করোনা ভয়াবহ আকার ধারন করছে ভারতেও। দফায়-দফায় বাড়ছে লকডাউনের সময়সীমা। রাজ্য সরকার ইতিমধ্যেই লকডাউনের সময়সীমা ৩০শে এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। আজ কেন্দ্রীয় সরকার নতুন করে ৩রা মে পর্যন্ত সমগ্র দেশে লকডাউনের সময়সীমা ঘোষনা করেছে। এই পরিস্থিতিতে চরম বিপাকে পরেছেন দিনআনা দিনখাওয়া মানুষগুলি। তাঁদের কথা চিন্তা করে ১লা বৈশাখের পুণ্য তিথীতে এগিয়ে এলো চুঁচুড়া স্টেশন রোডের সাহা পরিবার। পরিবারের কর্তা মৃণাল সাহা ১লা বৈশাখ পালন করলো এলাকার অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা সাধারন মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে। এদিন চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, চা, চিনি সহ মুড়ির মত শুকনো খাবারও তুলে দেওয়া হয়। সাহা পরিবারের সদস্যরা এদিন এই খাদ্যসামগ্রী প্রায় ৬০০জন মানুষের হাতে তুলে দেন। এবিষয়ে মৃণাল সাহা বলেন বর্তমান পরিস্থিতিতে মানুষগুলির সত্যিই খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই আমি আমার সামর্থ মত এবং বন্ধুদের সহযোগীতা নিয়ে মানুষগুলির হাতে সামান্য খাদ্যসামগ্রী তুলে দিলাম। পাশাপাশি তিনি সকলকে ঘরে থাকারও আবেদন জানালেন।