এই মুহূর্তে জেলা

হটস্পট হাওড়ায় লকডাউন ভাঙলেই পুলিশের কড়া দাওয়াই । রাস্তায় কান ধরে ওঠবোস করানো হচ্ছে।

 

হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- হটস্পট হাওড়ায় লকডাউন ভাঙলেই পুলিশের কড়া দাওয়াই। আইন ভঙ্গকারীদের কপালে জুটছে শাস্তি। রাস্তায় কান ধরে ওঠবোস করানো হচ্ছে। ইতিমধ্যেই হাওড়ায় বেশ কিছু এলাকা ‘হটস্পট’ চিহ্নিত করে চলছে সম্পূর্ণ লকডাউন। শুরু হয়েছে পুলিশের নজরদারি। নিয়ম ভাঙলেই সেখানে কড়া দাওয়াই দিতে দেখা যাচ্ছে পুলিশকে। কারণ না দেখাতে পারলেই রাস্তায় কান ধরে ওঠবোস করিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। হাওড়ার মল্লিক ফটক, জিটি রোড, বঙ্গবাসী মোড় সহ বিভিন্ন রাস্তায় চলছে পুলিশের টহলদারি। কেউ অযথা মোটরবাইক নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করলেই তাদের আটকানো হচ্ছে। নির্দিষ্ট কারণ না দেখাতে না পারলেই মিলছে হাতেগরম শাস্তি। কান ধরিয়ে ওঠবোস করানো হচ্ছে। ইতিমধ্যেই হাওড়া সহ রাজ্যের কয়েকটি এলাকাকে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরপর থেকেই হাওড়া শহরে পুলিশের নজরদারি আরও বাড়ানো হয়েছে। হাওড়া ময়দান, বঙ্গবাসী মোড়, মল্লিক ফটক, জিটি রোড সহ শহরের বিভিন্ন এলাকায় পুলিশের নাকা চেকিং শুরু হয়েছে। ফোরশোর রোড থেকে জিটি রোডে ঢোকার সব গলি পথ বন্ধ করা হচ্ছে। যেভাবে লকডাউন ভেঙে মানুষ রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে তা আটকাতে পুলিশ তৎপর হয়েছে। প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বেরোলে তাকে আটকানো হচ্ছে। গাড়ি থামিয়ে চলছে চেকিং।

There is no slider selected or the slider was deleted.

https://youtu.be/8OBq5NChna0

 

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.