এই মুহূর্তে জেলা

স্কুল পড়ুয়া রিদ্ধি করোনা ভাইরাস প্রতিরোধে মুখ্যমন্ত্রীর কাজের ভূমিকার ভাবধারা কে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলছেন।

হুগলি,১১ এপ্রিল:- লকডাউনের জেরে বাকি রয়েছে শেষ দুই সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেনীর উচ্চমাধ্যমিক পরীক্ষা। পড়াশোনার নেই বাড়তি চাপ। তাই বাড়িতে বসে রঙ, তুলি দিয়ে নানান ছবি ক্যানভাসে ফুটিয়ে তুলেছে হরিপালের খামারচন্ডী গ্রামের রিদ্ধি দাস। বাবা মনোজিৎ দাস সরকারি স্বাস্হ্য দফতরের কর্মী। ইতিমধ্যেই বেতন থেকে এগারো হাজার টাকা COVID19 এর জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করেছেন। তাই বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজের অনুপ্রেরণায় স্কুল পড়ুয়া রিদ্ধি করোনা ভাইরাস প্রতিরোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভূমিকার ভাবধারা কে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে রিদ্ধি দাস। তার আঁকা একটি ছবিতে করোনা ভাইরাসের হাত থেকে বাংলাকে বাঁচাতে প্রাচীর তৈরি করে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার জনগনের সাথে চিকিত্সক, নার্স, স্বাস্হ্যকর্মী, পুলিশ ও সাংবাদিকদের রক্ষা করছেন। অপর একটি ছবিতে মুখ্যমন্ত্রী দশভূজার ভূমিকায় দশহাতে সবাইকে আগলে রেখেছেন। খবর সোজাসাপটা কে  রিদ্ধির আর্জি, তাঁর এই আঁকা ছবি কোনও ব্যাক্তি যে মূল্য দিয়ে কিনবেন, সেই ছবি বিক্রির টাকা মুখ্যমন্ত্রীর COVID19 এর ত্রাণ তহবিলে দান করবে। মেয়ের এই চিন্তাধাড়া কে সাধুবাদ দিয়েছে তার বাবা-মা।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.