এই মুহূর্তে জেলা

ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটস এর পক্ষ থেকে ,বীরভূম জেলা কমিটির উদ্যোগে ত্রাণ সামগ্রী।

 

প্রদীপ সাঁতরা,৭ এপ্রিল:- ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটস এর পক্ষ থেকে ,বীরভূম জেলা কমিটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ। বর্তমানে যে সংকটময় মুহূর্ত সেই জটিল ও কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জন্য  বীরভূম জেলার একটি প্রত্যন্ত পিছিয়ে পড়া গ্রাম একডেলে। যেখানে 40 টি পরিবার আদিবাসী সম্প্রদায়ভুক্ত ।এই সমস্ত অভুক্ত আদিবাসীদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন I উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী সংগ্রাম মিত্র ও কেন্দ্রীয় কোর কমিটির সদস্যা সুচেতা লাহিড়ী মিত্র l জেলা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আহ্বায়ক শুভঙ্কর দে , অপূর্ব চ্যাটার্জী, দৈপায়ন বালা গৌতম দা , চন্দ্রা দে জয়রাজ লাহিড়ী সহ অন্যান্য l উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য l এই ত্রাণ সামগ্রী পেয়ে গ্রামের মানুষ খুবই আনন্দিত l তারা চান এই দুঃসময়ে সংগঠন যেন তাঁদের পাশে থাকেন ۔۔۔সম্পাদক সংগ্রাম মিত্র জানালেন এই ভয়াবহ পরিস্থিতিতে মানবাধিকার সংগঠন তাঁদের পাশে আছেন এবং ভবিষ্যতে থাকবে। দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান । তিনি আরো জানান এই মহামারী ঠেকাতে প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে এই দায় রাজ্য বা কেন্দ্রীয় সরকারের একার না।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.