এই মুহূর্তে জেলা

মানবিক ডাক বিভাগ , অসুস্থ ব্যক্তির বাড়িতে গিয়ে দিয়ে এলেন পেনশনের টাকা।

হুগলি,৩ এপ্রিল:- ভারতীয় ডাক বিভাগকে আজ দেখা গেলো একজন পেনশন হোল্ডারের বাড়ীতে এসে তার পেনশন পৌঁছে দিতে। বালির মোড় ব্যান্ডেল স্টেশন রোডে বাড়ী পেনশন হোল্ডারের নাম রাধা গোবিন্দ চ্যাটার্জি প্রায় ৭০ উর্দ্ধ বয়স্ক এই পেনশনার। তিনি পোষ্টাল ডিপার্টমেন্ট আবেদন করেন যে তিনি অসুস্থ এবং ওনার বাড়ীতে কেউ নেই যে তাকে তার পেনশনটা তুলে এনে দেবে। এই অসহায় বয়স্ক পেনশনার রাধাগোবিন্দ বাবুর বাড়ীতে এসে তার পেনশন তার হাতে তুলে দিলেন হুগলী ডাক ঘরের পোষ্টম্যন অতনু চক্রবর্তী, অতনু বাবু বলেন এটা তাদের ডিউটি, তিনি আরো বলেন যে তিনি ভারতীয় মজদুর সংঘের একজন সৈনিক এখন দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের তিনটি মন্ত্রে আমরা দীক্ষিত দেশকে হাত মে করঙ্গে কাম, অর্থাৎ দেশহীত, তারপর সংগঠন হাত অর্থাৎ যে সংস্থায় কাজ করি তাকে রক্ষা করা, তারপর কর্মচারী হাত, অর্থাৎ কর্মচারীদের স্বার্থে লড়াই করতে হবে। অতনু চক্রবর্তী পোষ্টাল বিভাগে ভারতীয় মজদুর সংঘের পশ্চিমবঙ্গ সার্কেলের কোষাক্ষের দায়িত্বে আছেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.