প্রদীপ সাঁতরা, ৩১ মার্চ:- টেলিকম শিল্পকে কাজে লাগিয়ে দলের কর্মসূচী পালন করবে রাজ্য বিজেপি। করোনার সময় জনসংযোগকে কখনই নষ্ট করতে দিতে চান না রাজ্য বিজেপির নেতারা। তাই মোবাইলের মাধ্যমে লকডাউনে জনসংযোগের পাশাপাশি সমাজসেবা করতে চান বিজেপি নেতারা।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ জমা দেবার জন্য রাজ্য নেতাদের কাছে আহ্বান জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন প্রতিটা দলের কর্মী প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে ১০০ টাকা জমা করবে। অবশ্যই যাদের সামর্থ আছে। মঙ্গলবার এই ঘোষনা রাজ্য বিজেপি কর্মীদের উদ্দেশ্যে জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ।
তিনি বলেন, দলের কর্মীরা প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে ১০০ টাকা করে জমা করবেন। শুধু তাই নয় দলীয় কর্মীরা ফোন করে সাধারন মানুষের কাছে ১০০ টাকা জমা দেবার কথা বলবেন। রাজ্য, মন্ডল ও জেলার নেতারা ফোনে ফোনে দলীয় কর্মী ও সাধারন মানুষকে এমন আহ্বান জানাবেন বলে জানান রাহুল সিনহা।