এই মুহূর্তে জেলা

চন্দননগরে করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছে এই সন্দেহে সুস্থ রুগীরাও থাকবেন নার্সিং হোমের বেডে।

 

সুদীপ দাস ,৩০ মার্চ:- শেওড়াফুলির বাসিন্দার  করোনা সংক্রমণ ধরা পড়েছে সেই ব্যাক্তিটি গত 24/03/2020 থেকে 29/03/2020 পর্যন্ত চন্দননগর ইউনাইটেড নার্সিংহোমে জ্বর নিয়ে ভর্তি ছিল। এবং অনেক ডাক্তার , নার্স , আয়া এবং রোগীর বাড়ির আত্মীয় পরিজন সহ একাধিক ব্যক্তি রোগীর সংস্পর্শে আসে। সেহেতু তাঁরাও করোনা আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করাই যায়। তাই রবিবার গভীর রাতেই ওই নার্সিং হোমটিকেই কোয়ারেন্টাইন সেন্টার বানিয়ে দেওয়া হয়। বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয় হুগলি জেলা প্রশাসন। আগামি ১৪ দিন নার্সিং হোমের ভিতরের কেউ বাইরে বেরোতে পারবে না আবার বাইরের কেউ ভিতরে ঢুকতে পারবে না। ফলে এই ১৪ দিনের মধ্যে নার্সিং হোমে ভর্তি অন্যান্য রুগীরা সুস্থ হলেও বাড়ি ফেরা হবে না তাঁদের।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.