তরুণ মুখোপাধ্যায় ,২৯ মার্চ:- পূর্বনির্ধারিত সময় অনুযায়ী রক্তদান শিবির না করতে পেরে নিজেরাই রক্ত দান করলেন শ্রমজীবী তে। শ্রীরামপুর দে বাগানের নেতাজী সংঘ মাতৃ মন্দিরের সদস্যরা বেশ কয়েক মাস আগে ক্লাব প্রাঙ্গনে রক্তদান শিবির করবেন বলে ঠিক করেন।সেই মতো আজ অর্থাৎ ২৯ শে মার্চ রক্তদান শিবির হবার কথা থাকলেও লকডাউনের জন্য সেই শিবির করা গেলো না। কিন্তু এর জন্য ক্লাব সদস্যরা বসে না থেকে এই সময়ে রক্তের আকাল দুর করতে নিজেরাই উদ্যোগ নিয়ে যোগাযোগ করেন শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে যোগাযোগ করেন।এরপরই আজই ঐ হাসপাতালে গিয়ে রক্ত রক্তদান করলো ওরা। মোট ১১ জন রক্তদানে সামিল হয়।এক ক্লাব সদস্য জানান এই সময়টাতে বিভিন্ন ব্লাড ব্যাংক গুলিতে রক্তের যোগান নেই। হাসপাতাল গুলিতে প্রতিনিয়ত রক্তের প্রয়জন পরছে,অনেকদিন আগেই রক্তদান শিবিরের ডাক দিয়েছিলাম আমরা, কিন্ত করতে পারলাম তাই শ্রমজীবী হাসপাতালে এসে নিজেরাই রক্ত দিলাম।