হাওড়া,২৬ মার্চ:– ন্যায্যমূল্যে বাজারগুলিতে বিক্রেতারা নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি করছেন কিনা তা জানতে হাওড়া শহরের বিভিন্ন বাজারে অভিযান চালালেন হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র লোকেদের কাছে পৌঁছেছে কিনা এবং তা ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতেই এনফোর্সমেন্ট শাখার অফিসাররা হাওড়ার বিভিন্ন বাজারে আজ সকাল থেকে অভিযান চালান। পুলিশ সূত্রে জানা গেছে বেলুড় বাজার, চ্যাটার্জিহাট বাজার, মন্দিরতলা বাজার, সাঁতরাগাছি বাজার, ব্যাতাইতলা বাজার সহ বিভিন্ন বাজারে এই অভিযান হয়। পাশাপাশি, জেলা প্রশাসন সূত্রে খবর, হাওড়ায় সকালে এবং সন্ধ্যায় প্রতিদিনই বাজার চালু থাকবে কয়েক ঘণ্টার জন্য। তারমধ্যেই ক্রেতাদের বাজার থেকে জিনিস কিনতে হবে। গতকাল হাওড়া ব্যাঁটরা থানার পুলিশ কদমতলা বাজারের ব্যবসায়ীদের নিয়েও আলোচনা করেন। এবং সেখানে বলা হয় কৃত্রিমভাবে কোনও জিনিসের দাম বাড়ানো চলবে না এবং ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয় সঠিক মূল্যে জিনিসপত্র বিক্রি করতে হবে।






