প্রদীপ সাঁতরা ,২৫ মার্চ:- করোনা ভাইরাস রুখতে মাস্ক ও স্যানিটাইজারের বিরাট আকাল তৈরি হয়েছে দেশজুড়ে। এখনও বহু মানুষ এগুলি সংগ্রহ করতে পারেনি । তার কথা চিন্তা করে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলো ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ (ইসলোক)।গত কদিন ধরে উত্তরপাড়ার আসে পাশে স্থানীয় মানুষদের সকাল থেকে মাস্ক, স্যানিটাইজার বিতরণ ও করোনা থার্মল স্ক্যানিং করেন ইসলোকের সম্পাদক মানব দরদী সমাজ সেবক কাশীনাথ চন্দ ও তার সংগঠনের চিকিৎসা দল। এই কদিনে উত্তরপাড়া হিন্দমোটর এলাকায় কাশীনাথ চন্দ আনুমানিক হাজার মানুষের মধ্যে এই সেবা করেন। এই অক্লান্ত পরিশ্রম করে কাশীনাথ বাবু উত্তরপাড়া বাসীদের মন জয় করে নিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেন, ভারতের এই মহা দুর্দিনে এই টুকু কাজ কিছুই নয়, তিনি চান উত্তরপাড়ার বাইরে গিয়েও বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এই থার্মল স্ক্যানিং করে পরীক্ষা করার। মাস্ক, স্যানিটাইজার তুলে দিতে পেরে তিনি খুবই খুশি সঙ্গে উত্তরপাড়ায় প্রথম থার্মল স্ক্যানিং করার প্রচেষ্টা করে । সংগঠনের প্রধান সম্পাদক কাশীনাথ চন্দ বলেন, মাস্কের আকাল চলছে, তারপরেও তারা বেশি দামে হলেও সেগুলো সংগ্রহ করে সাধারণ মানুষের মধ্যে বিতরণ শুরু করেছেন। এরি মধ্যে তিনি ও ইসলোকের সকল সদস্য বিশ্ব শান্তির ও এই মহামারী থেকে বিশ্বের সকল মানুষের মুক্তির জন্য প্রার্থনা জানিয়েছেন। সকল মানুষকে এই lockdown এর সময় বাড়ির বাইরে বেরোতে অনুরোধ জানিয়েছেন সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে বলেছেন।