প্রদীপ সাঁতরা , ২৩ মার্চ:- নভেল করোনা ভাইরাস রুখতে আরও এক পদক্ষেপ গ্রহণ করল রাজ্য প্রশাসন। আক্রান্তদের চিকিৎসা কেন্দ্র হিসেবে কলকাতা মেডিকেল কলেজকে এ রাজ্যের একমাত্র প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চলতি সপ্তাহ থেকেই কলকাতা মেডিকেল কলেজে শুরু হবে চিকিৎসার কাজ। দ্রুত মেডিক্যাল কলেজ খালি করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যভবনের তরফে। ভর্তি রোগীদেরও সরিয়ে নিয়ে যাওয়া হবে অন্যত্র। আজ দুপুরের পর থেকে বন্ধ করে দেওয়া হয় নতুন অ্যাডমিশন। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো ভাল থাকায় বেলেঘাটা আইডি থেকে এখানেই সমস্ত রোগীকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।