এই মুহূর্তে জেলা

জনতা কার্ফুর দিন স্কুলে মিড ডে মিলের সামগ্রী বিলি হল কেন, সরব বিজেপি।

 

হাওড়া ,২২ মার্চ:-  করোনা মোকাবিলায় সারা দেশ জুড়ে ২২ মার্চ যখন ‘জনতা কার্ফু’র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী, তখন হাওড়ায় বাঁকড়ার একটি প্রাইমারি স্কুলে রবিবার সকাল থেকে স্কুলের অভিভাবকদের হাতে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের চাল, আলু বিতরণের কাজ চলেছে বলে অভিযোগ উঠেছে। স্কুলের তরফ থেকে কেন আজকের দিনটি বেছে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বাঁকড়ার ওই স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, শিক্ষা দপ্তরের নির্দেশ মেনেই মিড ডে মিল দেওয়ার কাজ করছেন। এখানে সচেতনতার মাধ্যমে কাজ হচ্ছে। চেষ্টা করা হচ্ছে যেন জমায়েত না হয়। কমপক্ষে সকলকে একহাত দূরত্বে থাকতে বলা হয়েছে। সকলের নিরাপত্তায় এখানে অভিভাবকদের হাতে স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করানো হয়েছে। দু’কেজি আলু এবং দু’কেজি চাল প্যাকেটে করে দেওয়া হচ্ছে। সকল অভিভাবকরা এই কাজে সাড়া দিয়েছেন।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                                                        এনিয়ে হাওড়া জেলা সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা জানিয়েছেন, দুদিন আগে এই বিষয়ে খবর আসে তার কাছে। জরুরি অবস্থায় যেখানে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বলেছেন চার থেকে পাঁচজনের বেশি এক জায়গায় জড়ো হতে পারবে না, সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যবস্থা স্কুলের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই খবর পেয়ে আমরা স্কুল ইনস্পেক্টরকে এর তারিখ পরিবর্তন করার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু ওনারা জানিয়েছেন তাঁদের কাছে নির্দেশ আছে দিন পরিবর্তন করা যাবে না। রাজনীতির উর্ধ্বে উঠে তারিখ পিছিয়ে দেওয়া অবশ্যই উচিত ছিল।এদিকে, স্কুলের এক অভিভাবক জিনাত পারভীন জানিয়েছেন তার ছেলে এখানে পড়ে। দেশের এই পরিস্থিতিতে মিড-ডে-মিল দেওয়া হচ্ছে এটা সরকার খুব ভালো ব্যবস্থা নিয়েছে। যারা গরীব তাদের পক্ষে এই ব্যবস্থা নেওয়ায় খুব সুবিধা হল।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.