এই মুহূর্তে জেলা

কার্যত জনতা কার্ফু মেনে ঘরবন্দী দক্ষিণ ২৪ পরগনার মানুষ।

দ:২৪পরগনা , ২২ মার্চ:-  পৃথিবী কাঁপছে করোনা আতঙ্কে। গোটা দেশজুড়ে কোন সংক্রমণ রুখতে ২২ শে মার্চ রবিবার সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত জনতা কার্ফু ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোণা নিয়ে মানুষের বার্তা দিয়েছিলেন। মানুষের মধ্যে আতঙ্ক থাকলেও রবিবার সকালে শহরের জনসমাগম,ও গ্রামের জনসমাগম দেখা গেলেও না সকাল থেকে জনশূন্য অবস্থার দেখা গেল যেমন বারুইপুর ,ক্যানিং জয়নগর, দক্ষিণ বারাসাত সুন্দরবন কোস্টাল ,পাথরপ্রতিমা কাকদ্বীপ নামখানা, রাস্তায় প্রতিদিনের মতো রাস্তায় চলাফেরা বন্ধ ।মানুষজন কার্যত জনতা কার্ফু রীতি মেনে ঘরবন্দী অবস্থা। একাধিক দোকান বন্ধ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.