হাওড়া ,২২ মার্চ:- করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রীর আবেদনে আজ দেশ জুড়ে শুরু হয়েছে ১৪ ঘন্টার ‘জনতা কার্ফু’। সকাল সাতটা থেকে শুরু হয়েছে এই ‘জনতা কার্ফু’। চলবে রাত ৯টা পর্যন্ত। হাওড়াতেও সকাল থেকে এর প্রভাব পড়েছে। রাস্তাঘাট প্রায় শুনশান। গাড়ি চলাচল করছে না। বাতিল করা হয়েছে সব দূরপাল্লার ট্রেন। লোকাল ট্রেন চলছে কম। ফেরি চলাচল করবে বলে জানানো হয়েছে। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের সব দূরপাল্লার ট্রেন আজ বাতিল করা হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ৩৪১টি লোকাল ট্রেন চলবে বলে জানা গেছে। দক্ষিণ-পূর্ব রেলের ৩২টি লোকাল ট্রেন চলবে বলে জানানো হয়েছে। এছাড়া বেসরকারি বাস-মিনিবাস রাস্তায় প্রায় নেই বলেই বলা যায়। যাত্রী চাহিদা অনুযায়ী সরকারি বাস চলবে বলে জানা গেছে। হাওড়ায় বেলুড় মঠ থেকে শুরু করে সালকিয়া, হাওড়া ময়দান পুরোপুরি জনশূন্য। একসময় এশিয়ার বৃহত্তম লোহা মার্কেট বজরংবলী মার্কেট পুরোপুরি বন্ধ।
জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হননি কেউ।হাওড়া ব্রিজ প্রায় ফাঁকা। হাতেগোনা কয়েকটি গাড়ি ছাড়া রাস্তা পুরোপুরি ফাঁকা। এদিন সকালে মুম্বই থেকে ট্রেন এসে পৌঁছায় হাওড়া স্টেশনে। ওই ট্রেনে বহু যাত্রী নামেন। এদের সকলকে বেরোনোর পথে স্ক্রীনিং করানো হয়। যাদের শরীরের তাপমাত্রা অনেক বেশি রয়েছে এরকম যাত্রীদের আলাদা করে চিহ্নিত করে তাদের নাম-ঠিকানা লিখে রাখা হয়। এবং তাদের কলকাতা রাজারহাটে কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। হাওড়া স্টেশনে যে সমস্ত যাত্রী এদিন ট্রেনে করে আসেন তাদের প্রত্যেকেরই শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। স্টেশনে আরপিএফ, জিআরপি এবং রেলের মেডিকেল চিকিৎসকেরা সেখানে ছিলেন। প্রত্যেক যাত্রীর নাম, ঠিকানা, ফোন নাম্বার আলাদা করে লিখে নেওয়া হয়। এরপর তারা যে যার গন্তব্যস্থলের দিকে রওনা হন।