হুগলি , ২২ মার্চ:- সারা ভারতবর্ষের সাথে নরেন্দ্র মোদির ডাকে হুগলি জেলা জুড়ে এই জনতা কার্ফুতে সারা দেবার পর এবার আরও একটি কর্মসূচি তে সারা দিল দেশবাসী সহ জেলাবাসী।নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী ঘড়ির কাঁটায় বিকেল ৫ টা বাঁচতেই জেলার বিভিন্ন প্রান্তে দেখা গেছে বাড়ি থেকে বেড়িয়ে সাধারণ মানুষ কাশি ঘণ্টা বাজাতে।জেলার বিভিন্ন জায়গায় রাজ পথে, পাড়ায় পাড়ায় শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাক, বাজিয়ে শুভেচ্ছা জানালেন সাধারন মানুষ।