এই মুহূর্তে

করোনা না কুসংস্কার, বিজ্ঞানের লড়াই ঠিক কার বিরুদ্ধে ??

 

হুগলি,১৮ মার্চ:-  একদিকে করোনা ঠেকাতে সরকারী সচেতনতা, আর একদিকে কিছু স্বার্থান্বেষী মানুষদের ছড়ানো কুসংস্কারের বিরুদ্ধে লড়াই, এই দুইয়ের জাতাকলে পরে আখেরে ক্ষতি সাধারন মানুষেরই। করোনা যখন সারা বিশ্বে তোলপাড় শুরু করেছে ঠিক তখনই মাথাচাড়া দিয়েছে কুসংস্কার। গোমুত্র পান করা থেকে শুরু করে মানুষ যখন করোনা ঠেকাতে ধর্মীয় রিতিনীতি মানতে ব্যাস্ত, ঠিক তখনই করোনার দাওয়াই ৩টি মোমবাতি ও ৩টি ধুপকাঠি জ্জ্বালানো। একেবারে দিপাবলীর ধাঁচে সেই কান্ডই শুরু করেছে চুঁচুড়ার রবীন্দ্রনগর থেকে শুরু করে চুঁচুড়া স্টেশন সংলগ্ন রেল লাইন পারের বাসিন্দারা। সরকারী সচেতনতা মানা হোক বা নাই হোক স্থানীয় শনি মন্দির থেকে ছড়ানি গুজব মানতে ব্যাস্ত বাসিন্দারা। রোজ সন্ধ্যা নামতেই বাড়ির সামনে ঠিক ৩টি মোমবাতি ও ৩টি ধুপকাঠি জ্জ্বালানো চাই-ই-চাই এলাকাবাসীর। বিগত দিন দুয়েক থেকে এটাই রীতি হয়ে দাঁড়িয়েছে এখানে। শুধু নিরক্ষর নয় রিতিমত স্কুল-কলেজে পরা পড়ুয়ারাও এই নিয়ম মানার জন্য বাড়ির লোককে বাধ্য করছে। আর তাই করোনার দৌলতে কুসংস্কারের বলি হয়ে দিনকয়েক ধরে দিপাবলির সন্ধ্যার চেহারা নিচ্ছে চুঁচুড়ার রবীন্দ্রনগর থেকে চুঁচুড়া স্টেশন পর্যন্ত লাইনপাড়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.