পূর্ব বর্ধমান,১৮ মার্চ :- করোনা ভাইরাসে আক্রান্ত এই সন্দেহে ভিনরাজ্যে থেকে ফেরা নিজেদের গ্রামে তিন যুবককে ঢুকতে বাধা গ্রামবাসীদের,ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনার বেলকুলি নতুনপাড়া গ্রামের,।ঘটনা স্থলে কালনা থানার পুলিশ ওই তিন যুবককে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়।,তবে চিকিৎসাধীন তিন যুবকের শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ নেই প্রাথিমিক ভাবে জানিয়েছেন চিকিৎসক,
পাটের দায়ে ব্যাঙ্গালোর ও কেরলে কাজ করতে গিয়েছিলো কালনার বেলকুলি নতুন পাড়া গ্রামের রাজা বিশ্বাস,দীপঙ্কর রায় ও রাজু শাই এই তিন যুবক,করোনা ভাইরাসের আতঙ্কে তারা কাজ ফেলে ৯দিন আগেই বাড়ি ফিরেছিল,।কিন্তু হঠাৎ গ্রামের লোকজন দাবি বাড়ি ফেরত তিন যুবকের শরীরে করোনা ভাইরাস আছে এমনি আতঙ্কে তাদের গ্রামে ঢোকা ও থাকতে নিষেদ করে,এই খবর পেয়ে কালনা থানার পুলিশ ওই তিন যুবককে উদ্ধার করে বুধবার কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করে,।এদিন তিন যুবক হসপিটালের অব্জারবেশনে ছিলেন ,তাদের শরীরে করোনা ভাইরাসের কনো লক্ষন নেই বলে প্রাথমিক দাবি চিকিৎসকের,।