প্রদীপ সাঁতরা, ১৭ মার্চ :- রবীন্দ্রভারতীর বসন্ত উৎসব বহিরাগতদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা কিরেছিলো কিছু (!!!) লোক I সেই সমালোচনার যোগ্য জবাব দিলেন সুভাষ গ্রামের আপাদমস্তক সাংস্কৃতিক কর্মী বনশ্রী কলাকুঞ্জের কর্ণধার শ্রী ভৃগুরাম হালদার l প্রায় ৩০০ নৃত্য শিল্পী অংশ গ্রহণ করেন l নৃত্য সহযোগে গ্রাম প্রদক্ষিণ করেন সমস্ত শিল্পী অভিভাবক সহ গ্রামের অগণিত মানুষ l গ্রাম স্বাক্ষী থাকলো এক মায়াবী মুহূর্তের l উপস্থিত ছিলেন চিত্রতারকা অঞ্জন বদ্যোপাধ্যায় , পশ্চিমবঙ্গের প্রথম রূপান্তরকামী আইনজীবী ও নৃত্য শিল্পী মেঘ সায়ন্তনী ঘোষ , ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান & ফান্ডামেন্টাল রাইটসএর প্রতিষ্টাতা সম্পাদক সংগ্রাম মিত্র, কবি অজয় তরফদার , চিত্র সাংবাদিক প্রদীপ সাঁতরা , সহ অনেকে । অনুষ্ঠানের সঞ্চালিকা আবৃত্তি শিল্পী হৈমন্তিনীদির কণ্ঠমাধুর্য অসাধারণ দক্ষতায় পরিচালিত হয় সমগ্র অনুষ্ঠানটি l