হুগলি, ১৬ মার্চ :- এবার হুগলীর উত্তরপাড়ায় করোনার ধাবা।করোনা সন্দেহে দুই রোগীকে বেলেঘাটা আই ডি তে রেফার করলেন উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। গতকাল গভীর রাতে টুস্টু বাগ (৪৮) জনায়ের বাসিন্দা,সম্প্রতি মুম্বাই থেকে বাড়ী ফেরে, তার পরই জ্বর, সর্দি,কাশি গতকাল রাতে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে,ডাক্তারদের সন্দেহ হওয়ায় বেলেঘাটা আই ডি তে পাঠানো হয়।পরিবারের অভিযোগ এম্বুলেন্সে নিয়ে যেতে অস্বীকার করে। সেই জন্য টুস্টু কে নিয়ে যেতে অসুবিধা হয়।অন্য দিকে হিন্দমোটরের বাসিন্দা ফাইফুল খাতুন অন্তসত্তা কানপুর থেকে হিন্দমোটরে নিজের বাড়িতে আসেন তাঁর একদিন পর থেকেই জ্বর,কাশি,সর্দি বেশি দেরি না করেই গতকাল রাতেই উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন বাড়ির লোকজন,তাকেও বেলেঘাটা আই ডি হাসপাতালে রেফার করেন উত্তরপাড়া হাসপাতালের চিকিৎসকেরা।রাতেই খবর পেয়ে ছুটে আসেন উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব। তিনি এসেই এম্বুলেন্সের ব্যাবস্থা করে দুজনকে বেলেঘাটা আই ডি হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করেন।