এই মুহূর্তে কলকাতা

টালা ব্রিজ ভাঙার জের, বিকল্প পথের ব্যবস্থা করল পুলিশ-প্রশাসন।

 

প্রদীপ সাঁতরা ,১৪ মার্চ :- সাধারণ পথ চলতি মানুষের ভোগান্তি শুরু হয়েছে টালা সেতু ভাঙার আগে থেকেই৷ সেই ভোগান্তি কমাতে এবার পুলিশ চালু করল এক নতুন বিকল্প পথের-ব্যবস্থা৷ নতুন নিয়ম অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডানলপ থেকে শ্যামবাজারগামী সব রকম গাড়ি যাতায়াত করবে লকগেট ফ্লাইওভার দিয়ে৷ অপরদিকে শ্যামবাজার থেকে ডানলপগামী সব বাস, মিনিবাস, গাড়ি নতুন সার্ভিস রোড হয়ে যাবে খগেন চ্যাটার্জি স্ট্রিটে৷ সেখান থেকে বিটি রোডে আসতে হবে চিড়িয়ামোড় হয়ে৷ তবে ছোট গাড়ি যেতে পারবে চিৎপুর ব্রিজ দিয়েও ৷ আবার, দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত শ্যামবাজার থেকে ডানলপগামী বাস, মিনিবাস, ছোটগাড়ি যাতায়াত করবে লকগেট ফ্লাইওভার দিয়ে৷ কিন্তু সেই সময় পণ্যবাহী বড় গাড়ি যাতায়াত করতে পারবে না লকগেট ফ্লাইওভার দিয়ে৷ পণ্যবাহী গাড়িগুলি সব যাবে নতুন সার্ভিস রোড দিয়ে৷ এই সময় অন্য গাড়িগুলি শ্যামবাজার আসবে চিড়িয়া মোড় থেকে খগেন চ্যাটার্জি হয়ে চিৎপুর ব্রিজ দিয়ে। আবার কোনও কোনও বাস ও গাড়ি পাইকপাড়া দিয়ে প্রবেশ করে মিল্ক কলোনি হয়ে বেলগাছিয়া ব্রিজ দিয়ে শ্যামবাজারে আসবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.