প্রদীপ সাঁতরা,১৪ মার্চ :- করোনার নমুনা পরীক্ষার জন্য ছাড়পত্র পেল কলকাতার এসএসকেএম। এই প্রথম রাজ্যের কোন কোনও হাসপাতালে শুরু হবে করোনার নমুনা পরীক্ষার কাজ। বেলেঘাটা আইডি হাসপাতালের পাশে কেন্দ্রীয় সংস্থা নাইসেডের পর এই প্রথম রাজ্যের কোনও হাসপাতালে এই পরীক্ষা হবে। এই পরীক্ষা হবে এসএস কেএমের মাইক্রোবায়োলজি বিভাগে। এ মাসের মধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল , মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং মালদহ মেডিক্যাল কলেজে শুরু হবে করোনা পরীক্ষা। সূত্রের খবর, এ জন্য কয়েকদিন আগে এসএসকেএমের মাইক্রো বায়োলজি বিভাগের পরিকাঠামো খতিয়ে দেখে স্বাস্থ্যমন্ত্রক। এরপরই নমুনা পরীক্ষার জন্য ছাড়পত্র পায় এসএসকেএম। অন্যদিকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি দু’জনের নমুনা পরীক্ষার রিপোর্ট দিয়েছে নাইসেড। রিপোর্টে করোনা সংক্রমণ নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার পরামর্শও তিনি দিয়েছিলেন। পাশাপাশি জেলা হাসপাতালগুলিকে পরিকাঠামো তৈরি-সহ প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।