হুগলি, ১১ মার্চ :- বেলাঘাটার পর এবার শ্রীরামপুরে রোদ্দুর রায়ের বিরুদ্ধে এফআইআর করা হলো। বুধবার শ্রীরামপুর থানায় এই এফআইআর করেন শ্রীরামপুর শহর তৃনমূল ছাত্র পারিষদের সাধারন সম্পাদক প্রিয়ম চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্র সংঙগীতকে বিকৃত করা এবং যুব সমাজকে বিভ্রান্ত করার বিরুদ্ধে এই এফ আই আর করা হলো বলে তিনি যানান। রোদ্দুর রায়ের এই ভাবে গাওয়া গান গাওয়া নিয়ে বিতর্কে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তাঁর গানের ‘কথা’ পিঠে লিখে বসন্তোৎসবে অংশ নেয় কিছু পড়ুয়া। তা নিয়ে তুমুল বিতর্ক হয়। ওই ছাত্রীদের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়। তারা ক্ষমা চেয়ে সাময়িক নিস্তার পেলেও রোদ্দুর রায়ের বিরুদ্ধে এই নিয়ে আরও একবার এফআইআর হল। অভিযোগকারী আরও জানান, শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এর জন্য যথাযথ ব্যাবস্থা গ্রহন করবে বলে জানিয়েছে। এতেও যদি কাজ না হয় তাহলে যত দিন না বাংলার সাংস্কৃতিক ধ্বংসের বাহক
রোদ্দুর রায়কে গ্রেফতার না হয় ততদিন আমাদের এই লড়াই চলবে।