এই মুহূর্তে কলকাতা

পিঠে লেখা অশ্লীল শব্দ ব্যাবহারকারী চন্দননগর কলেজের ছাত্র-ছাত্রীদের কলেজেও নিন্দার ঝর।

 

কলকাতা,৬ মার্চ:-  গত বৃহস্পতিবার রবীন্দ্রভারতী ক্যাম্পাসে দোল উৎসবের কিছু ছবি অশ্লীল ছবি ঘিরে বিতর্ক তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকাল থেকেই এই নিন্দনীয় বিষয়ে ব্যাপক হারে প্রতিক্রিয়া শুরু হয় সমাজের বিভিন্ন স্তর থেকে শুরু করে নেটিজেনদের মধ্যে।যদিও বিশ্ববিদ্যালয়ের তরফের দাবি করা হয় যে ওই তরুণ-তরুণীর বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ রবীন্দ্রভারতীর পড়ুয়া নন তারা বহিরাগত ছিলেন। এর জেরে সিঁথি থানায় অভিযোগ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে ওই ঘটনায় যুক্ত পাঁচ ছাত্র ছাত্রী কেউ প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই ছাত্রছাত্রীরা সকলেই হুগলির চন্দননগর কলেজের পড়ুয়া।এবার সেই চন্দননগর কলেজের ছাত্র সংসদ অভিযুক্ত এই পাঁচজন ছাত্রী ছাত্রীদের বিপক্ষে চলে গেলো। ছাত্র সংসদের এক সদস্য এদিন জানায় এখানকার ছাত্র-ছাত্রীরা রবীন্দ্রভারতীতে গিয়ে এই ভাবে অশ্লীল ভাষা প্রয়োগ করেছে তাতে ওরা নিজেদের দ্বায়িত্ব নিয়ে এই ঘটনা ঘটিয়েছে।এতে কোনো ভাবে কলেজ ও অামাদের ইউনিয়ন দ্বায়িত্ব নেবে না।রবীন্দ্রনাথ আমাদের শিক্ষার গুরু, তাকে নিয়ে এই অশ্লীল ভাষার প্রয়োগ এটা খুবই রুচিহীন। এদের বাবা ও মা এদের দ্বায়িত্ব নেবে। সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলি ভাইরাল হয়েছে তাতেই দেখা গিয়েছে শাড়ি পরা কিছু মহিলার খোলা পিঠে আবির দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃত করে অশ্লীল শব্দ লেখা রয়েছে । অশ্লীল শব্দ লেখা রয়েছে কয়েকজন যুবকের বুকেও।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

ছবি: সোশাল মিডিয়া থেকে সংগৃহীত, যদিও বিতর্কিত ছবিগুলির সত্যতা যাচাই করেনি খবর সোজাসাপটা।