হাওড়া,৫ মার্চ:- যাত্রী সেজে বাসে উঠে এক মহিলা যাত্রীর ব্যাগ থেকে চুপিসাড়ে সোনার নেকলেস ও একজোড়া সোনার কানের দুল হাতসাফাই করে নিয়েছিলেন দুই মহিলা। গত শুক্রবার ওই ঘটনার পর লিখিত অভিযোগ জমা পড়ে হাওড়ার শিবপুর থানায়। অভিযোগ জানিয়েছিলেন কৃষ্ণা মালাকার নামের এক মহিলা। কৃষ্ণাদেবীর অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। এরপর বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে সিসিটিভির ফুটেজ দেখে দুই মহিলা ছিনতাইকারীকেই পুলিশ গ্রেফতার করেছে। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরির গয়না। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন কৃষ্ণাদেবী হাওড়ার আন্দুলের হাঁসখালিপোল থেকে বাসে উঠেছিলেন। বেশ কিছুক্ষণ পর বাস যখন শিবপুর বাজারে আসে কৃষ্ণাদেবী তখন বাস থেকে তাঁর গন্তব্যস্থলে নেমে যান। বাস থেকে নামার পর কৃষ্ণাদেবীর খেয়াল হয় তাঁর ব্যাগের চেন খোলা। এবং ব্যাগের মধ্যে থাকা তাঁর একটি সোনার নেকলেস ও একজোড়া সোনার কানের দুল চুরি হয়ে গেছে।
তখন তাঁর সন্দেহ হয় ভিড় বাস থেকে নামার সময় বাসের সিঁড়িতে দাঁড়িয়ে থাকা দু’জন অচেনা মহিলা যাত্রীর প্রতি। এরপর কৃষ্ণাদেবী ছুটে আসেন শিবপুর থানায়। থানায় এসে ওই দুই মহিলা যাত্রীর বিবরণ দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগ হাতে পেয়ে পুলিশ তদন্তে নামে। ধরা পড়েন দুই মহিলা ছিনতাইকারী। এদের পুলিশ হেফাজতে নিয়ে উদ্ধার হয় চুরি যাওয়া সোনার গয়না। এই ঘটনা প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল জবি থমাস জানান, তদন্তে নেমে আমরা বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে ওই দুই মহিলাকে চিহ্নিত করি। এদের গ্রেফতার করা হয়। এরা হল মঞ্জু মালি ও রেখা মালি। এরা দুজনেই গুজরাটের আহমেদাবাদের একই গ্রামের বাসিন্দা। এরা মূলত ক্রাইমের উদ্দেশ্যেই হাওড়ায় এসেছিল। এদের পুলিশ হেফাজতে নিয়ে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার গয়না। এরা অপরাধের কথা স্বীকার করেছে। এদের বিরুদ্ধে আর কোনও অভিযোগ আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।