দ:২৪পরগনা,৪ মার্চ:- ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ঢোলাহাট থানা থানার দিগম্বর পুর গ্রাম পঞ্চায়েতের আটঘেরি এলাকায়। গ্রামে পূজা থাকায় কিশোরী মোহনপুর থেকে বাবা নেপাল ও মা অপর্ণা বেরার সঙ্গে মামা শিবশঙ্কর বাঁশের বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে মামার বাড়ির কাছে মেলায় বন্ধু-বান্ধবদের সঙ্গে গিয়ে বেলুন কেনে, বন্ধু বান্ধবীরা মিলে বেলুন ফোলাছিলো বলে জানা যায়। তখন বেলুনটি ফেটে যায়। সেই ফাটা বেলুন মুখ দিয়ে খোলা ছিল ছেলেটি হঠাৎ করে শ্বাসনালিতে ঢুকে যায় বলে জানা যায়। চিৎকার চেঁচামেচি করায় স্থানীয় লোকজন মামার বাড়ির লোকজন জড়ো হয়ে স্থানীয় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। চিকিৎসক অভিক হাতি মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় ঢোলাহাট থানা পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কাকদ্বীপে। বাড়িতে রয়েছে শোকের ছায়া।








