কলকাতা,২ মার্চ:- আগামী দিনে দলের জনভিত্তিকে আরও মজবুত করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী নেতা কর্মীাদের আরও নম্র ও বিনয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মিসভায় আজ তিনি গত লোকসভা নির্বাচনে দলের খারাপ ফল হওয়ার জন্য কর্মীদের একাংশের ঔদ্ধত্য এবং পারষ্পরিক কোন্দলকেই দায়ী করেন। অহঙ্কার ত্যাগ করে মানুষের সঙ্গে ভাল ব্যবহার করতে এবং দলের পুরনো কর্মীদের গুরুত্ব দিতে নেত্রী নির্দেশ দিয়েছেন। তিনি বলেন কোন নেতা দলের থেকে বড় নয়। নেতা নয় কর্মীরাই তৃণমূল কংগ্রেসের সম্পদ। যারা দলের স্বার্থে কাজ করবেন দল তাঁদেরকেই প্রার্থী হিসাবে বিবেচনা করবে। পাশাপাশি মানুষের মধ্যে বিভেদ তৈরি করে অশান্তি বাঁধাতে বিভিন্ন এলাকায় বহিরাগতরা প্রবেশ করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী দাবি করেছেন।
এই বিষয়ে তিনি দলীয় কর্মীদের কড়া নজরদারি রাখতে বলেন। অন্যদিকে প্ররোচনায় পা না দিয়ে গণতান্ত্রিক ভাবে বিভেদের রাজনীতির মোকাবিলা করারও তিনি নির্দেশ দেন। দিল্লির সাম্প্রতিক হিংসার ঘটনা পরিকল্পিত গণহত্যা বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ দলের নতুন কর্মসূচি আমার গর্ব মমতার সূচনা করে তিনি কেন্দ্রের শাসকদল বিজেপিকে দিল্লির অশান্তির জন্য দায়ী করেন। তৃণমূল কংগ্রেস নেত্রীর অভিযোগ করেন ওই অশান্তির পরিকল্পনা আগে তৈরি হয়েছিল। পরে তাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছে।সে কারণেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ থাকা সত্ত্বেও অশান্তি সৃষ্টি হয়েছে। গতকাল কলকাতায় অমিত শাহের সভায় যোগ দেওয়ার আগে কিছু বিজেপি সমর্থকের গোলি মারো স্লোগানের অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী সরব হন। ইতিমধ্যে ওই ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দোষী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।Related Articles
পূর্ব কলকাতায় জলাভূমি রক্ষায় বিভিন্ন দপ্তরকে নিয়ে কমিটি গঠন সরকারের।
কলকাতা, ১৪ জানুয়ারি:- পূর্ব কলকাতা জলাভূমি রক্ষা ও ব্যবস্থাপনায় তৈরি সুসংহত পরিকল্পনা রূপায়ণে রাজ্য সরকারের বিভিন্ন দফতরকে নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে। পাঁচ বছর মেয়াদী ওই পরিকল্পনার রূপায়ণ এর আগে সংশ্লিষ্ট কমিটি ওই এলাকার বর্তমান অবস্থা খতিয়ে দেখে সরকারের কাছে রিপোর্ট দেবে।তারই ভিত্তিতে পাঁচ বছর মেয়াদী ওই পরিকল্পনা রূপায়ণ করা হবে বলে রাজ্যের পরিবেশ […]
সবুজ-মেরুন ফুটবলারদের বেতন কবে দেওয়া হবে? জানালেন বাগান কর্তারা।
স্পোর্টস ডেস্ক১৩ মে:- লকডাউন শিথিল হলে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেই বেতন মিটিয়ে দেওয়া হবে সমস্ত ফুটবলারদের। দলের ফুটবলারদের আশ্বস্ত করলেন মোহনবাগান কর্তারা। তিন মাসের বেতন বকেয়া। খুব সমস্যা হচ্ছে। দ্রুত বেতন মেটানোর ব্যবস্থা করা হোক। এই মর্মেই মোহনবাগান কর্তাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন ফুটবলাররা। উল্লেখ্য বিদেশি তারকাদের ক্লাবকর্তারা আগেই জানিয়েছিলেন যে আগামী ৩১ মে’র মধ্যেই […]
মেডিকেল কমিটির সঙ্গে বৈঠক সিএবির, অনুশীলন শুরু নিয়ে একগুচ্ছ নির্দেশ ঘোষণা।
স্পোর্টস ডেস্ক ,৩০ মে:- প্রায় আড়াই মাস হয়ে গেল ময়দানে বন্ধ ক্রিকেট। ২২ গজ থেকে অনেক দূরে বাংলার ক্রিকেটাররা। করোনার জেরে রঞ্জির ফাইনালে পর থেকেই নিজের বাড়িতে গৃহবন্দি অভিমন্যু, মনোজ, অনুষ্টুপ, অভিষেক সহ সমস্ত ক্রিকেটাররাই। বাড়িতে অনলাইন ট্রেনিংই এখন ভরসা। সিএবির টি-২০ লিগও মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। কবে আবার মাঠে বল গড়াবে জানা নেই কাররই। […]