কলকাতা,২ মার্চ:- আগামী দিনে দলের জনভিত্তিকে আরও মজবুত করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী নেতা কর্মীাদের আরও নম্র ও বিনয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মিসভায় আজ তিনি গত লোকসভা নির্বাচনে দলের খারাপ ফল হওয়ার জন্য কর্মীদের একাংশের ঔদ্ধত্য এবং পারষ্পরিক কোন্দলকেই দায়ী করেন। অহঙ্কার ত্যাগ করে মানুষের সঙ্গে ভাল ব্যবহার করতে এবং দলের পুরনো কর্মীদের গুরুত্ব দিতে নেত্রী নির্দেশ দিয়েছেন। তিনি বলেন কোন নেতা দলের থেকে বড় নয়। নেতা নয় কর্মীরাই তৃণমূল কংগ্রেসের সম্পদ। যারা দলের স্বার্থে কাজ করবেন দল তাঁদেরকেই প্রার্থী হিসাবে বিবেচনা করবে। পাশাপাশি মানুষের মধ্যে বিভেদ তৈরি করে অশান্তি বাঁধাতে বিভিন্ন এলাকায় বহিরাগতরা প্রবেশ করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী দাবি করেছেন।
এই বিষয়ে তিনি দলীয় কর্মীদের কড়া নজরদারি রাখতে বলেন। অন্যদিকে প্ররোচনায় পা না দিয়ে গণতান্ত্রিক ভাবে বিভেদের রাজনীতির মোকাবিলা করারও তিনি নির্দেশ দেন। দিল্লির সাম্প্রতিক হিংসার ঘটনা পরিকল্পিত গণহত্যা বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ দলের নতুন কর্মসূচি আমার গর্ব মমতার সূচনা করে তিনি কেন্দ্রের শাসকদল বিজেপিকে দিল্লির অশান্তির জন্য দায়ী করেন। তৃণমূল কংগ্রেস নেত্রীর অভিযোগ করেন ওই অশান্তির পরিকল্পনা আগে তৈরি হয়েছিল। পরে তাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছে।সে কারণেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ থাকা সত্ত্বেও অশান্তি সৃষ্টি হয়েছে। গতকাল কলকাতায় অমিত শাহের সভায় যোগ দেওয়ার আগে কিছু বিজেপি সমর্থকের গোলি মারো স্লোগানের অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী সরব হন। ইতিমধ্যে ওই ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দোষী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।Related Articles
২৫ ডিসেম্বর , ২৫ ফুটের কেক বিলি করা হলো প্রায় দেড় হাজার শিশুকে।
হাওড়া, ২৫ ডিসেম্বর:- ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ২৫ ফুটের বিশালাকায় কেক বানানো হয়েছিল হাওড়ায়। সেই কেক আজ বড়দিনের সন্ধ্যায় প্রায় দেড় হাজারেরও বেশি শিশুর মধ্যে বিতরণ করা হলো। হাওড়ার দাশনগরের চিলড্রেন্স পার্কে এই অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা। উদ্যোক্তাদের দাবি, এত বড়ো ক্রিস্টমাস কেক আজ বড়দিনে দেড় হাজার শিশুকে […]
বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক।
কলকাতা , ১১ ফেব্রুয়ারি:- পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, শুক্রবার সরকারি দফতরের আআদিকারিক থেকে কর্মী সকলকে নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে। অন্যথায় কাটা যাবে বেতন। এমনকি ধর্মঘটের দিনে কোনও ক্যাসুয়াল লিভ (CL) বা অর্ধদিবস ছুটি (Half […]
হিজাব ইস্যুতে গর্জে উঠল কামারহাটি।
উঃ২৪পরগনা, ২৪ ফেব্রুয়ারি:- হিজাব ইস্যুতে গর্জে উঠল কামারহাটি। বৃহস্পতিবার দুপুরে কামাহাটির রথতলা মোড়ে এলাকার বিধায়ক মদন মিত্রের নেতৃত্বে ওই পুরসভার সমস্ত তৃণমূল পার্থী সহ সমস্ত মুসলিম সম্প্রদায়ের মহিলাদের উপস্থাপিততে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে মদন মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন, প্রাক্তন পুরপ্রধান গোপাল সাহ, বিশ্বজিৎ সাহা সহ অন্যান্যরা। এদিন এলাকার বিধায় এলাকার সমস্ত মুসলিম […]