এই মুহূর্তে জেলা

বিশেষ মুহূর্তের কথা বাড়িতে জানিয়ে দেবে বলে হুমকি দেওয়ায় অপমানে আত্মঘাতী যুবতী।

 

 

দক্ষিণ ২৪ পরগনা,২৬ ফেব্রুয়ারি:- সম্পর্ক না রাখলে, বাড়ির লোকজনদের বিশেষ মুহুর্তের কথা জানিয়ে দেবে বলে হুমকি দেওয়ায়, অপমানে আত্মঘাতী হলো বজবজ ১৬ নম্বর ওয়ার্ডের বালি ঘাটের বাসিন্দা সুতৃষ্ণা দাসশর্মা(২১) নামে এক যুবতী। যেমনটা জানা গেছে সুতৃষ্ণা কাল রাতে স্বাভাবিক কথা বার্তা বললেও, তার দিদি সুনয়নি দাসশর্মাকে অমিত ওঝার বিষয়ে সব জানায়। দিদির কথা অনুযায়ী “অমিত এবং সুতৃষ্ণার সম্পর্ক দীর্ঘ ৪ বছরের, পরবর্তী সময়ে বোন জানতে পারে অমিত নেশাভান করার পাশাপাশি, বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এর সঙ্গে যুক্ত।তাই বোন অমিতের থেকে দুরত্ব তৈরীর চেষ্টা করে।তাই অমিত প্রায়শই রাস্তায় দেখা হলে অস্রাব্য গালিগালাজ করার পাশাপাশি বাড়ির লোকের ক্ষতি করে দেওয়ার হুমকি দিলেও, সুতৃষ্ণা তা খুব একটা ভ্রুক্ষেপ করত না, কিন্তু দিন কয়েক আগে বিশেষ মুহূর্তের গোপন কথা বাবা মা কে বলে দেওয়ার কথা বলতেই লজ্জ্বায় ও ভয়ে আত্মহত্যার সিন্ধান্ত নেয়।”

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                      আজ সকালে ৮ টা নাগাদ টিভি দেখার নাম করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায়, দরজা ভেঙে দেখা যায় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। বজবজ থানায় খবর দেয়া হলে তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবার সূত্রে খবর, বজবজের রেল কোয়াটার্সের বাসিন্দা অমিত ওঝার নামে বজবজ থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করলেও, অভিযুক্তকে এখনো আটক বা গ্রেপ্তার করা হয়নি। সুতৃষ্ণা ছাড়াও বাড়িতে তার ঠাকুমা,বাবা মা, দিদি ও এক ভাই বর্তমান। সুতৃষ্ণার বাবা নরেন্দ্র নাথ দাসশর্মা সরকারী চাকরী করেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.