এই মুহূর্তে জেলা

সোস্যাল মিডিয়ার সাহায্য নিয়ে মহিলাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুলিশ।

 

হাওড়া,২৫ ফেব্রুয়ারি:-  হাওড়ার শিবপুর মন্দিরতলা এলাকায় বছর পঞ্চাশ বয়সী এক মহিলাকে টানা কয়েক ঘণ্টা ধরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে এবং রাস্তার ধারে একা চুপচাপ বসে থাকতে দেখে সন্দেহ হয়েছিল কর্তব্যরত সেকেন্ড হুগলি ব্রিজ ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের। পুলিশ তখন ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন। ওই মহিলা কিছু জানাতে চাননি। বাড়ির ঠিকানাও বলতে পারছিলেন না। তিনি শুধু তাঁর নাম জানাতে পারেন। তার স্বামীর নাম জানাতে পারেন। কিন্তু নিজের বাড়ির ঠিকানা ঠিকমতো বলতে পারছিলেন না। পুলিশের সন্দেহ তিনি কার্যত তার বাড়ির রাস্তা হারিয়ে এভাবে ঘোরাঘুরি করছিলেন। এরপর হাওড়া সিটি পুলিশের তরফ থেকে ওই মহিলার ছবি সহ তার নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                           আবেদন করা হয় যদি কোনও সহৃদয় ব্যক্তি ওই মহিলাকে চেনেন পুলিশের সঙ্গে যেন যোগাযোগ করেন। কিছুক্ষণ বাদে ওই মহিলার পরিচয় তার স্বামীর নাম এবং বাড়ির ঠিকানা পুলিশ জানতে পারে। জানা যায় মহিলার বাড়ি শিবপুরের অবিনাশ ব্যানার্জি লেনে। স্বামীর নাম কমল কুমার জৈন। ওই মহিলার নাম পুষ্পা জৈন। এরপর পুষ্পাদেবীকে পুলিশ তার পরিবারের হাতে তুলে দেয়। এবিষয়ে হাওড়া সিটি পুলিশের সেকেন্ড হুগলি ব্রিজ ট্রাফিক গার্ডের আইসি অতনু বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা খবর পাই এক মহিলা মন্দিরতলা এলাকায় দীর্ঘক্ষণ রাস্তার ধারে একা বসে রয়েছেন। দেখে মনে হয়েছিল তিনি কোনও সম্ভ্রান্ত পরিবারের। এরপর আমরা ওনাকে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ করা হয়। পরে যাবতীয় পরিচয় জানার পর ওনাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.