নদীয়া,২৫ ফেব্রুয়ারি:- বাবার শেষকৃত্যের দিনই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানার কন্দখোলা গ্রামে। সূত্রের খবর নদীয়া শান্তিপুর থানার গ্রাম পঞ্চায়েতের কন্দ খোলার বাসিন্দা তিমির শেঠের বয়স জনিত কারণে মৃত্যু হয়। অভিযোগ, সোমবার বাড়ি থেকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় তিমির শেঠের নাতিরা মৃতদেহ কাঁধে নিয়ে রওনা হয়। ঠিক তখন ছেলে কিশোর কান্তি সেট বলে তার বাবার মৃতদেহ সে কাঁধে নেবে। যা নিয়ে পরিবারের মধ্যে ছেলে কিশোর কান্তি সেটের সঙ্গে একটু মনোমালিন্য হয়।
অভিমানে মৃতদেহ রেখে ছেলে বাড়ি থেকে চলে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তাকে আর পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে নিজের বাড়ির পাশের একটি আম বাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পারে স্থানীয় বাসিন্দারা। মৃত কিশোর কান্তি সেটের বয়স 42 বছর। এরপর পরিবারকে খবরদার স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তারও তদন্ত করে দেখছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতাল এ পাঠানো হয়।https://youtu.be/X73rwsLpIp0