এই মুহূর্তে জেলা

বনকর্মীকে দেখেই ঝোলা ফেলে পালাল সাপুড়ে। ঝোলা থেকে উদ্ধার হল পাঁচ ফুট উচ্চতার অজগর।

 

হাওড়া,২৩ ফেব্রুয়ারি:-  বন্যপ্রাণীকে আটকে রাখা আইন বিরুদ্ধ কাজ। এর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে রবিবার সকালে উদ্ধার হয়েছে বিশালাকার এক অজগর সাপ। যে ব্যক্তি ঝোলায় ভরে অজগর নিয়ে সাপের খেলা দেখাচ্ছিলেন তাকে অবশ্য ধরা সম্ভব হয়নি। বাড়ি বাড়ি ঘুরে অজগর সাপ নিয়ে টাকা তুলছে এক সাপুড়ে তা জানতে পেরেই রবিবার সকালে হাওড়া ডোমজুড়ের ঝালুয়ারবেড় গ্রামে অতর্কিতে অভিযান চালান হাওড়া আরবান ফরেস্ট রেঞ্জ অফিসার। উদ্ধার হয় পাঁচ ফুট উচ্চতার এক বিশালাকায় অজগর সাপ। বনদপ্তর সূত্রের খবর, এক সাপুড়ের সাপ নিয়ে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সাপ দেখিয়ে টাকা আদায় করছিল জানতে পেরেই ওই গ্রামে অভিযান চালানো হয়। বনকর্মীকে দেখেই ওই সাপুড়ে তার ঝোলা ফেলে পালিয়ে যায়।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                       এরপর ঝোলা থেকে উদ্ধার হয় পাঁচ ফুটের বছর দুয়েক বয়সী একটি অজগর সাপ। এরপর বনকর্মীরা সেই সাপটিকে গাড়িতে করে খাঁচায় ভরে সল্টলেকের প্রাণী উদ্ধার কেন্দ্রে পাঠান। হাওড়া আরবান ফরেস্ট রেঞ্জ অফিসার সমীর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ওই সাপটি উদ্ধার হয়। সমীরবাবু জানান, এদিন খবর আসে এক ব্যক্তি ঝোলায় করে অজগর সাপ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খেলা দেখানোর নাম করে টাকা তুলছে। খবর পেয়েই আমি সেখানে ছুটে যাই। প্রায় ঘন্টাখানেক ধরে বিভিন্ন গ্রামের এলাকায় খোঁজাখুঁজির পর ওই সাপুড়ের দেখা মেলে। সাপুড়েকে ঝোলা খুলতে বলতেই সে ভয়েতে ঝোলা ফেলে দৌড়ে পালিয়ে যায়। এরপরে ওই ঝোলা থেকে অজগর সাপটি উদ্ধার হয়েছে। কোনও বন্য প্রাণীকে এইভাবে আটকে রাখা আইন বিরুদ্ধ কাজ। সাপটি উদ্ধারের পর সল্টলেকের প্রাণী উদ্ধার কেন্দ্রে পাঠানো হয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.