হুগলি,২১ ফেব্রুয়ারি:- শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাট থেকে জল নিয়ে বাইকে চেপে তিন জনে পুজো দিতে তারকেশ্বরে যাচ্ছিলেন। কিন্তু পুজো আর দেওয়া হলো না ওদের। তারকেশ্বর-বৈদ্যবাটি রোড ধরে তাঁরা যাওয়ার সময় বাগবাড়ির কাছে আচমকাই একটি লরি দ্রুতগতি এসে তাঁদেরকে মুখোমুখি ধাক্কা মারে। এতে লড়ির তলায় চলে আসে তিন জনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। মৃত তিন জলযাত্রীর নাম আকাশ দাস ২৬, রাজেশ দাস ২১, রাজ দাস ২০। আহত জলযাত্রীর নাম ছোট্টু দাস। এদের সবার বাড়ি কলকাতায়।। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সুত্রের খবর ওই তিন যাত্রী স্থানীয় এক বন্ধুকেও বাইকে নিয়ে নেন, তিনিই গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গেছে অর্থাৎ একটি স্কুটারে চার জন আরোহী ছিলেন। শ্রাবণ মাসে পুণ্যার্থীরা হেঁটে গেলেও শিবরাত্রিতে অনেকেই গাড়ি করে তারকেশ্বরে যান জল ঢালতে।ঘটনাস্থলে পুলিশ আসার আগেই। এলাকার মানুষরাই প্রথমে উদ্ধার কার্জে হাত লাগা।