এই মুহূর্তে কলকাতা

রোগী মারা যাওয়ার পর আসছেন চিকিৎসক” অমিত শাহকে কটাক্ষ করে বললেন মমতা !

 

প্রদীপ সাঁতরা,১৫ ফেব্রুয়ারি:- দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারের সময় বিজেপি নেতার “গোলি মারো” মন্তব্যকে মোটেই সমর্থন করেনা দল, সম্প্রতি এমনই জানিয়েছেন অমিত শাহ। এই ইস্যুতে এবার প্রবীণ এই বিজেপি নেতাকে (অমিত শাহ) নাম না করে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, “এ যেন অনেকটা রোগী মারা যাওয়ার পর চিকিৎসক আসার মতো ব্যাপার”। নাম না করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, আজকাল শুধু মতের বিরুদ্ধে কথা বলায় প্রতিবাদীদের গুলি করে মেরে ফেলার হুমকু দিচ্ছেন কিছু ব্যাক্তি, বিজেপি নেতাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে বাজেট অধিবেশন শুরুর সময় রাজ্য বিধানসভায় রাজ্যপাল যে ভাষণ দেন তাঁর পরিপ্রেক্ষিতে তাঁকে ধন্যবাদ গ্যাপন ভাষণ দেওয়ার সময় ওই কথা বলেন।

There is no slider selected or the slider was deleted.

পাশাপাশি রাজ্যকে তাঁর প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, এই অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী। অপরদিকে মুখ্যমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গে মহিলারা অনেক বেশি সুরক্ষিত এই দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় আমরা মহিলাদের নিরাপত্তা রক্ষার জন্য কড়া আইন করেছি। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় পুলিশ তৎক্ষনাৎ অভিযোগ দায়ের করে। কিন্তু উত্তরপ্রদেশে দেখুন। সেখানে নির্যাতিতা মহিলাকে জীবিত পুড়িয়ে দেওয়া হয় এবং হামলা করা হয় তাঁর পরিবারের ওপরেও। পশ্চিমবঙ্গে এই ধরণের পরিস্তিতি নেই, এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.