হাওড়া,১৫ ফেব্রুয়ারি:- শুধু যুবতী,তরুণী বা গৃহবধূরাই নন, কন্যা শিশুরাও বিভিন্ন সময়ে সামাজিক নির্যাতনের শিকার হয়ে থাকে। তবে এক্ষেত্রে বেশিরভাগ সময়েই অজ্ঞতা একটা বড় ভূমিকা নেয়। তাই নারীদের এই অজ্ঞতা কাটানোর জন্য হাওড়া সিটি পুলিশের দাওয়াই ” এবার “স্বয়ং সিদ্ধা” কর্মসূচি। যার মাধ্যমে হাওড়া সিটি পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যরা বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রীদের সচেতন করতে নানা কর্মসূচি নিচ্ছেন।সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার হাওড়ার নিশ্চিন্দা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক অনুষ্ঠান। স্কুল ছাত্রীদের বাল্য বিবাহ, নারী পাচার, পকসো আইন সম্পর্কে আলোকপাত করার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়াকে কিভাবে ব্যবহার করতে হবে সেই নিয়ে সচেতন করা হয়। শিশু কন্যারাও বিভিন্ন সময়ে যৌন নির্যাতনের শিকার হয়। অনেক সময় তারা কাউকে কিছু বলে না। সেইগুলি কিভাবে এড়ানো যায় তাই নিয়েই এদের সচেতন করা হয়।পাশাপাশি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহারের ভয়াবহতা নিয়ে তাদেরকে সচেতন করা হয়। উল্লেখ্য, এই ” স্বয়ং সিদ্ধা” কর্মসূচি মনিটরিং করছে সিআইডি অর্থাৎ সিনিয়র ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল।







