হাওড়া,১৩ ফেব্রুয়ারি:- কাল ১৪ ফেব্রুয়ারি। ভালবাসার দিন। সারা বিশ্ব জুড়ে পালিত হবে ভ্যালেন্টাইন্স ডে। এর আগে হাওড়ার বালির নিশ্চিন্দায় বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই গৃহবধূকে খুন করে দেহ দেহ সিলিংয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ভালবাসার দিনের আগেই এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয় এলাকায়। গ্রেফতার হয়েছে গৃহবধূর স্বামী। পণের দাবিতেই এই ঘটনা বলে অভিযোগ তুলেছে মৃতার পরিবার। এই ঘটনায় মেয়ের বাড়ির লিখিত অভিযোগের ভিত্তিতে গৃহবধূর স্বামী কার্ত্তিক সর্দারকে গ্রেপ্তার করেছে নিশ্চিন্দা থানার পুলিশ। জানা গেছে,
মাত্র মাস তিনেক আগে গত ১৯ নভেম্বর নিশ্চিন্দা থানার আনন্দনগর সর্দার পাড়ার বাসিন্দা কার্তিক সর্দারের সঙ্গে বিয়ে হয় হাওড়ার জগাছা রামরাজাতলার জিআইপি কলোনির লিপি ঘোষের। অভিযোগ, বিয়েতে পণ বাবদ সোনার গহনা ও যৌতুক দেওয়া হলেও বিয়ের পর থেকেই নগদ এক লক্ষ টাকা পণের জন্য নিয়মিত অত্যাচার চলত নববধূর উপর। তা না দিতে পারাতেই ওই বধূকে খুন করে সিলিং পাখায় দেহ ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছে মৃতার পরিবার। পুলিশ ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।