এই মুহূর্তে জেলা

শিলিগুড়ির মহকুমার বিধাননগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই গাড়ি,আহত চালক।

 

দার্জিলিং,১২ ফেব্রুয়ারি:- বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সদরগছ এলাকায় ৩১ নং জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই ছোট গাড়ি। এই ঘটনায় আহত চালক। জানা গিয়েছে যে এদিন গাড়িটি শিলিগুড়ি থেকে রায়গঞ্জের উদ্দেশ্য যাচ্ছিল। ঠিক সেই সময় বিধাননগরের সদরগছের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায়। এই দেখে স্থানীয়রা তরীঘরী আহতকে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এবং খবর দেন পুলিশকে। এই ঘটনার জেরে প্রায় আধঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপর পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং যানজট নিয়ন্ত্রণ করে। যদিও স্থানীয়দের অভিযোগ যে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ৩১ নং জাতীয় সড়কের উপর বড় বড় গর্ত হয়েছে। বহুবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি কেউই। যার ফলে এই দুর্ঘটনা ঘটছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.